Ajker Patrika

ওটিটিতে ব্যস্ততা বেড়েছে নাঈমের

ওটিটিতে ব্যস্ততা বেড়েছে নাঈমের

ওয়েব সিরিজ ‘কারাগার’-এ ডিবি কর্মকর্তা আশফাক চরিত্রে অভিনয়ের মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন এফ এস নাঈম। কারাগারের সফলতা বাড়িয়েছে নাঈমের ব্যস্ততা। শিগগিরই আরও দুটি ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। একটি বাশার জার্জিসের পরিচালনায় ‘ওভার ট্রাম্প’, অন্যটি সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের ‘মিশন হান্ট ডাউন’। গত রোববার ওভার ট্রাম্প ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ পেয়েছে। একই দিনে প্রকাশ পেয়েছে মিশন হান্ট ডাউনের ফার্স্ট লুক।

ওভার ট্রাম্প সিরিজ নিয়ে নাঈম বলেন, ‘এটা ডার্ক কমেডি ঘরানার গল্প। আমি অভিনয় করেছি মেহবুব চরিত্রে। কারাগার রিলিজের পর চিন্তা করছিলাম আশফাক চরিত্রটি থেকে একেবারে রিভার্স কিছু করার। এমন সময় মেহবুব চরিত্রটির প্রস্তাব আসে। মনে হলো, যে রকম আমি খুঁজছি, ঠিক সে রকম একটি চরিত্র। মেহবুব খান খুব ইন্টারেস্টিং একজন মানুষ। শুটিংয়ের আগে দেড় মাস প্রস্তুতি নিয়েছি মেহবুব হয়ে ওঠার জন্য।’

কবে মুক্তি পাচ্ছে ওভার ট্রাম্প? এমন প্রশ্নের জবাবে নাঈম বলেন, ‘রোববার রাতে আমরা লাইভ করে ট্রেলার প্রকাশ করি। সেখানে দর্শকের কাছে জানতে চেয়েছিলাম কবে তাঁরা দেখতে চান। তাঁদের কথা অনুযায়ী ১৬ মার্চ রিলিজ ডেট নির্ধারণ করা হয়েছে।’

অন্যদিকে মিশন হান্ট ডাউন সিরিজে এডিশনাল এসপির চরিত্রে দেখা যাবে নাঈমকে। তিনি বলেন, ‘ওটিটিতে এই প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। এখানে আমার চরিত্রের নাম মাহিদ। এখনো শুটিং চলছে তাই বিস্তারিত বলা যাচ্ছে না।’

ওটিটির ব্যস্ততার কারণে টিভি নাটকে সময় দিতে পারছেন না নাঈম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওটিটির কাজগুলোতে অনেক সময় দিতে হচ্ছে। শুটিংয়ের আগে নিজের মাঝে চরিত্রটিকে ধারণ করতে সময় প্রয়োজন হয়। একটা সময় সেই চরিত্র নিয়ে একধরনের ঘোর তৈরি হয়। যেকোনো অভিনয়শিল্পীই সেই ঘোরটা উপভোগ করেন। আমিও যেমন উপভোগ করছি। এই মুহূর্তে সিরিজ দুটি ছাড়া অন্য কিছু ভাবতে পারছি না বা চাইছি না। সে কারণেই টিভি নাটকে কাজ করা হচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত