Ajker Patrika

চিতলমারীতে দেশি মাছ রক্ষায় নানা উদ্যোগ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৮
চিতলমারীতে দেশি মাছ রক্ষায় নানা উদ্যোগ

বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ দেশি প্রজাতির মাছ রক্ষায় নানা উদ্যোগ নিয়েছে। এ লক্ষে তাঁরা হাটে-বাজারে, মাঠে-ঘাটে, নদী-খালে ও বিলে কাজ করে যাচ্ছেন। অভিযান চালিয়ে উচ্ছেদ করেছেন বিপুল পরিমাণ চরপাটা, ঝাল, ম্যাজিক জাল, ইলিশ জাল, নেট জাল ভেষাল ও কারেন্ট জাল।

তাঁদের এসব কার্যক্রমে শুধু দেশি প্রজাতির মাছ রক্ষা নয়, নদী ও খালের পানি প্রবাহেও কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন স্থানীয় অভিজ্ঞজনেরা।

উপজেলা মৎস্য দপ্তর থেকে জানা গেছে, এ উপজেলায় মধুমতি, বলেশ্বর ও চিত্রা নদীসহ ৫৫ টি খাল এবং মাছুয়ারকুল, শকুনিয়া, রুইয়ারকুল, খাগড়াবুনিয়া ও বারাশিয়ার বিল রয়েছে। তিনটি নদীর আয়তন ৩ হাজার ১৮৬ একর, ৫০ টি খালের আয়তন ১ হাজার ২৮৭ একর ও চারটি বিলের আয়তন ৩৪৬ একর। এখানে ৭ হাজার ৫০০ জন মৎস্যচাষি ও ২ হাজার ২ জন মৎস্যজীবী এবং ২টি মৎস্য গ্রাম রয়েছে।

এসব জলাশয়ে শিং, মাগুর, শোল, টাকি, পুঁটি, স্বর পুঁটি, বাইন, রয়না, ট্যাংরা, পটকা (টেপা), চিংড়ি, খলিশা, চান্দা, চেলা, চুচড়া, কৈ ও গজারসহ কমপক্ষে ৫০ প্রজাতির দেশি মাছ হয়।

এক শ্রেণির মানুষ মাছ শিকারের নামে এসব দেশি মাছের বংশবিস্তার রোধ ও ধ্বংস করছে। তারাঁ মাছ শিকারের জন্য সরকার নিষিদ্ধ চরপাটা, ঝাল, ম্যাজিক জাল, ইলিশ জাল, নেট জাল, ভেষাল ও কারেন্ট জালসহ বিভিন্ন কিছু অবলম্বন করেন।

তাঁদের নানা শিকারি কৌশল থেকে দেশি প্রজাতির মাছ রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সচেতনতামূলক কর্মশালা, প্রচার-প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানসহ নানা উদ্যোগ চালিয়ে যাচ্ছেন।

চিতলমারী উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ও ক্ষেত্র সহকারী পলাশ হালদার বলেন, ‘দেশি প্রজাতির মাছ রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যার ও আমারা মিলে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করেছি। ইতিমধ্যে আমরা ১৮ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। অভিযানে জরিমানা করা হয়েছে ৩১ হাজার টাকা। এ ছাড়া ৬ লাখ টাকা মূল্যের কারেন্ট জাল, ২৫০টি চরপাটা৩৫টি ভেষাল জাল ও নানা প্রকার মাছ শিকারের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...