Ajker Patrika

বন্দী নাগরিকদের ফেরত চায় পাকিস্তান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৪: ৫০
বন্দী নাগরিকদের ফেরত চায় পাকিস্তান

বাংলাদেশে বন্দী নাগরিকদের ফেরত দিতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান। গতকাল বুধবার দুপুরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করে এ অনুরোধ জানান ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।

পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করতে গতকাল দুপুর ১২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান পাকিস্তানের হাইকমিশনার । প্রায় ১ ঘণ্টার এই বৈঠকের বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে তিনি বলেন, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল।

বৈঠকে বাংলাদেশে বন্দী পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসন নিয়ে কোন আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নে ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, বাংলাদেশে পাকিস্তানের কিছু বন্দী রয়েছে। তাদের সংখ্যা খুব একটা বেশি নয়। যখন আদালত সিদ্ধান্ত দেবে তাদের বিরুদ্ধে আর কোন অভিযোগ নেই, তখন তারা বাড়ি ফেরত যাবে।

বৈঠকে উপস্থিত এক কূটনৈতিক আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে বাংলাদেশে খুব কমসংখ্যক পাকিস্তানি কারাগারে বন্দী রয়েছে। এদের মধ্যে এমন কিছু বন্দী রয়েছে, যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু তারা এখনো বন্দী অবস্থায় রয়েছে। তাদের প্রত্যাবাসনের জন্য অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার। ইসলামাবাদের অনুরোধটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

শর্তের জালে মার্কিন চাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত