Ajker Patrika

১৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১২: ৪৫
১৩ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ ((ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন, মেম্বার পদে ১৭ জন ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বার পদে ৬ জনসহ মোট ৩৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গত রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলায় দায়িত্বরত স্ব-স্ব ইউনিয়ন ভিত্তিক রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদনপত্র জমা দেন।

এর আগে মনোনয়নপত্র জমাদানের শেষদিন পর্যন্ত চেয়ারম্যান পদে ৬৯ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ১৩৯ জন ও সাধারণ আসনে মেম্বার পদে ৪৪৭ জনসহ মোট ৬৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইকালে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদে ১ জন ও সাধারণ মেম্বার পদে ১০ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তীতে আপীল শুনানি শেষে চেয়ারম্যান পদে ৪ জনেরই মনোনয়নপত্র বৈধতা পায়।

এদিকে যারা মনোয়নপত্র প্রত্যাহার করেছেন তারা হলেন, আশাশুনি সদর ইউপিতে সংরক্ষিত মহিলা আসনে ১ জন ও মেম্বার পদে ৩ জন। শ্রীউলা ইউপিতে চেয়ারম্যান পদে নূর মোহাম্মদ সরদার ও মনিরুল কবির এবং মহিলা মেম্বার ১ জন। বুধহাটা ইউপিতে চেয়ারম্যান পদে আবম মোছাদ্দেক, মহিলা মেম্বার পদে ২ জন ও মেম্বার পদে ১ জন। দরগাহপুর ইউপিতে চেয়ারম্যান পদে আওছাফুর রহমান ও রেজাউল করিম এবং মেম্বার পদে ১ জন।

কুল্যা ইউপিতে চেয়ারম্যান পদে হাবিবুর রহমান ও মেম্বার পদে ১ জন। খাজরা ইউপিতে চেয়ারম্যান পদে আ. রব, মহিলা মেম্বার ১ জন ও সাধারণ মেম্বার পদে ৯ জন। বড়দল ইউপিতে মেম্বার পদে ১ জন। প্রতাপনগর ইউপিতে চেয়ারম্যান পদে মোস্তফা হেলালুজ্জামান, আজিজুর রহমান ও নাছিমা খাতুন। আনুলিয়া ইউপিতে চেয়ারম্যান পদে আলমগীর আলম লিটন, মহিলা মেম্বার পদে ১ জন ও সাধারণ মেম্বার পদে ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

কাদাকাটি ইউপিতে চেয়ারম্যান পদে এফআরএম আসিফ ইকবাল ও শোভনালী ইউপিতে চেয়ারম্যান পদে মোনায়েম হোসেন মনোনয়ন মনোনয়নপত্র প্রত্যাহার করেছন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত