Ajker Patrika

‘স্টাফ বাস’ নামে চলে শিক্ষার্থী বাস , বিড়ম্বনা

কুবি প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৪
‘স্টাফ বাস’ নামে চলে শিক্ষার্থী বাস , বিড়ম্বনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বিআরটিসির ভাড়া বাসগুলোতে ‘স্টাফ বাস’ লেখা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর ক্ষেত্রে বিভিন্ন স্টপেজ থেকে বাসে উঠতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিআরটিসির স্টুডেন্ট বাসগুলোতে স্টাফ বাস লেখা থাকায় পর্যাপ্ত বাস থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা স্টাফ বাস মনে করে ওঠে না।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘পরিবহন পুল কুবি’ নামক গ্রুপে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী হাবিব হৃদয় বলেন, ‘স্টুডেন্টদের সার্ভিস দেওয়া সবগুলো বাসে ‘স্টাফ বাস’ লেখার যৌক্তিকতা কই! দ্রুত কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সাইদুল আলম বলেন, ‘পর্যাপ্ত বাস থাকা সত্ত্বেও অনেক সময় স্টাফ লেখা দেখে বাসে উঠি না। এই বিভ্রান্তি দ্রুত সমাধান করা হোক।’

তবে পরিবহন পুলের তথ্য মতে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি বাস রয়েছে। বিআরটিসির কোনো বাস স্টাফদের জন্য বরাদ্দ নয়।’

সার্বিক বিষয়ে পরিবহন পুলের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম বলেন, শিক্ষার্থীদের বাসে ‘স্টাফ বাস’ লেখা বিষয়টি বেমানান। তবে এই ব্যাপারে বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁরা আশ্বাস দিয়েছে পরিবর্তন করে দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত