Ajker Patrika

রাতের আঁধারে ভেঙে ফেলা হলো রাস্তার উদ্বোধনী ফলক

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৭: ২৬
রাতের আঁধারে ভেঙে ফেলা হলো রাস্তার উদ্বোধনী ফলক

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতায় নির্মিত হয় বেশ কিছু রাস্তা। এর কয়েকটির উদ্বোধনী নামফলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের বানানটিই লেখা হয়েছে ভুল। কয়েক মাস পর বিষয়টি সংবাদকর্মীদের নজরে আসে। খবর পেয়ে গত বুধবার রাতের আধাঁরে ইউপি চেয়ারম্যানের লোকজন ভেঙে ফেলেন নামফলকগুলো। এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় জনসাধারণের মধ্যে।

জানা যায়, গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের লক্ষ্যে সরকার ২০১৫ সালে বিআরডিবির মাধ্যমে ৬৪টি জেলার ৬০০টি ইউনিয়নে পিআরডিপি-৩ নামের একটি প্রকল্প চালু করে। এর মাধ্যমে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নে ২০২১-২২ অর্থবছরে বেশ কিছু ইটসলিং রাস্তা নির্মাণ করা হয়।

নির্মাণকাজ শেষে বসানো হয় নামফলক। এর মধ্যে ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম পত্তাশী গ্রামের এলজিইডি সড়ক থেকে মো. আফজাল শিকদারের বাড়ি অভিমুখী এবং ৩ নম্বর ওয়ার্ডের মধ্য পত্তাশী গ্রামের এলজিইডি সড়ক থেকে মো. খোকন তালুকদারের বাড়ি অভিমুখী রাস্তার উদ্বোধনী ফলকে প্রধানমন্ত্রীর নামের বানান ভুল লেখা হয়েছে। রাস্তাগুলোর উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার। বিষয়টি সংবাদকর্মীদের নজরে আসার খবর পেয়ে গত বুধবার রাতে সেগুলো ভেঙে ফেলেন পত্তাশী ইউপি চেয়ারম্যান শাহীনের লোকজন।

স্থানীয় জনসাধারণ জানান, অনেক রাস্তারই কাজ করা হয় না। এর মধ্যেও পত্তাশী ইউনিয়নের বেশ কয়েকটি রাস্তার কাজ করা হয়েছে; কিন্তু প্রধানমন্ত্রীর নামের বানানেই ভুল। এটা মেনে নেওয়া যায় না। তারপরও সেই নামফলক আবার রাতে ভেঙে ফেলেছেন চেয়ারম্যানের লোকজন।

২ নম্বর পত্তাশী ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার জানান, প্রধানমন্ত্রীর নামের বানান ভুল হওয়ার বিষয়টি নিয়ে ইন্দুরকানী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মঞ্জুর এলাহীর সঙ্গে কথা বলেছেন। নামফলকগুলো ভুল হওয়ায় সেগুলো ভেঙে ফেলা হয়েছে। নতুন করে আবার সেগুলো স্থাপন করা হবে।

পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মঞ্জুর এলাহী স্বীকার করেন, ভুল হওয়া ফলকগুলো তিনি ইউপি চেয়ারম্যান শাহীনকে দিয়ে ভেঙে ফেলেছেন। সেগুলো নতুন করে স্থাপন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত