Ajker Patrika

উত্তরাখন্ডে চাঙা কংগ্রেস চাপে বিজেপি

কলকাতা প্রতিনিধি
আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১০: ২৬
উত্তরাখন্ডে চাঙা কংগ্রেস চাপে বিজেপি

ভারতের উত্তরাখণ্ডে চাপের মুখে পড়েছে শাসক দল বিজেপি। বিধানসভা ভোটের আগে হিন্দু সম্প্রদায়ের এই তীর্থভূমিতে বড় ভাঙন দেখা দিয়েছে দলটিতে। গতকাল রাজ্য বিজেপির প্রভাবশালী বিধায়ক ধনসিং নেগি যোগ দিয়েছেন কংগ্রেসে। এর আগে রাজ্যের মন্ত্রী হরক সিং রাওয়াতও দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তাঁকে মন্ত্রিত্ব থেকে বাদ দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

অন্যদিকে সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি কিশোর উপাধ্যায়কে কংগ্রেস বহিষ্কার করায় তিনি গতকাল যোগদান দিয়েছেন বিজেপিতে। ফলে জমজমাট হয়ে উঠেছে উত্তরাখণ্ডের ভোটযুদ্ধ।

আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ভারতের উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, গোয়া এবং মণিপুর রাজ্যের বিধানসভার ভোট। এর মধ্যে পাঞ্জাব বাদে বাকি চার রাজ্যেই রয়েছে বিজেপির সরকার। তবে এবারের বিধানসভা ভোটে বিজেপিকে বেশি ভাবাচ্ছে উত্তরাখণ্ড। রাজ্যের প্রায় এক কোটি নাগরিকের মধ্যে ৮৩ শতাংশ হিন্দু। মুসলিম রয়েছেন প্রায় ১৪ শতাংশ। তবু সেখানে চাপে রয়েছে হিন্দুত্ববাদী বিজেপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত