Ajker Patrika

মিরসরাইয়ের ১৬ইউপিতে ২৮ জন চেয়ারম্যান প্রার্থী

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১০: ০৭
Thumbnail image

চট্টগ্রামের মিরসরাইয়ে ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়া শেষ দিন ছিল গতকাল রোববার। শেষ দিনে উৎসবের বদলে ছিল উৎকণ্ঠা আর আতঙ্ক।

অভিযোগ রয়েছে, বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে দিনভর মারমুখী আচরণ করেছে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা। এ ছাড়া বেশ কয়েকজন বিদ্রোহী প্রার্থী শোডাউন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

গতকাল সকাল ৯টা থেকে উপজেলা নির্বাচন অফিস, প্রাণী সম্পদ অফিস, পরিবার পরিকল্পনা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস ও সমবায় অফিসে ৬ জন রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এ সময় শোডাউন ও মিছিল করতে দেখা যায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের।

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, ‘কিছু ক্ষেত্রে প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। আমরা তাঁদের সতর্ক করে দিয়েছি। তারা যদি নির্বাচনী মাঠে এ ধরনের আচরণ করেন তাহলে আমরা আইনি ব্যবস্থা নেব।’

উপজেলা নির্বাচন অফিস সূতে জানা যায়, মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ মনোনীত ৯ জন প্রার্থীসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৮ জন। এর মধ্যে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী দুজন আর স্বতন্ত্র প্রার্থী ১০ জন।

এদিকে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২৭ ও সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬০২ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত