Ajker Patrika

নায়কের চেয়ে বেশি অভিনেতা হয়ে উঠতে চাইছি

আপডেট : ০৩ জুন ২০২২, ১৪: ৫০
Thumbnail image

‘আগামীকাল’ সিনেমায় আপনার অভিনীত চরিত্রটি নিয়ে বলুন?
আমার অভিনীত চরিত্রটির নাম শাফায়েত। এ ছাড়া মম করছে রুপা ও সূচনা আজাদ আছে অবন্তি চরিত্রে। ত্রিভুজ প্রেমের গল্প। দুই মেয়ের প্রতিহিংসার মুখে পড়ি আমি।

সেটা কেমন?
অন্য আট-দশটা সাধারণ মানুষের মতোই আমার চরিত্র। ডাক্তারি পড়ছি। একটা সময় সম্পর্কে জড়িয়ে পড়ি। বাবা যাঁর চাকরি করেন, তাঁর মেয়ের সঙ্গেই প্রেম হয়ে যায়। এর মধ্যে অনেকের আগমন ঘটে। ঘটতে থাকে নানা ঘটনা। এটা আসলে ডার্ক থ্রিলার গল্প। আমার ক্যারেক্টারটা ইনোসেন্ট। বিভিন্ন জায়গায় সে ট্র্যাপ হতে থাকে।

সিনেমাটি করার কারণ কী কী?
পরিচালক অঞ্জন আইচের সঙ্গে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক। তা ছাড়া সিনেমার গল্প, নির্মাণ-ভাবনা ভালো লেগেছে। ওনার সঙ্গে আরও দুটি সিনেমার কাজ করছি। দুটি সিনেমারই শুটিং প্রায় শেষের দিকে।

দুই নায়িকাকে নিয়ে বলুন?
আমার চেয়েও মমর চরিত্রটা পাওয়ারফুল। ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমার মাধ্যমে আমরা প্রথম কাজ করি। তবে এবারই প্রথম জুটি বাঁধলাম। ওর কাছ থেকে ঠিকঠাক অভিনয়টা পাবে দর্শক। নায়িকা সূচনা নবাগত। ওর চরিত্রটাও চ্যালেঞ্জিং।

ছবি: সংগৃহীত আপনার অন্য সিনেমাগুলো থেকে কীভাবে এই সিনেমাকে আলাদা করবেন?
সিনেমাটি আলাদা করে দেখার পক্ষে আমি নই। গল্পটাকে উপজীব্য করে বিভিন্ন চরিত্রের আগমন ঘটেছে। এই সিনেমার প্রেক্ষাপট সুন্দর। যেকোনো দর্শক তৃপ্তির ঢেকুর তুলে হল থেকে বের হবেন।

এখন তো লার্জার দ্যান লাইফ ধাঁচের সিনেমার চাহিদা বেশি। সেখানে এই সিনেমার অবস্থান কোথায়?
এখন প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। বাঙালিরা গল্প দেখতে ভালোবাসেন। কলকাতার দেব সর্বশেষ করলেন ‘কিশমিশ’। আমাদের সুপারস্টার শাকিব খান এবার ‘গলুই’ নিয়ে এসেছেন। আমি নিজেও নায়কের চেয়ে বেশি অভিনেতা হয়ে উঠতে চাইছি। আমার আরও কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সবই অভিনয়কেন্দ্রিক।

নিজের ক্যারিয়ার গ্রাফ কীভাবে দেখছেন?আমি এখনো সন্তুষ্ট হতে পারিনি। প্রথম যখন সিনেমায় আসি, গল্পটাও ভালো করে শুনতাম না, নির্মাতাদের ওপরই আস্থা রাখতাম। এখন প্রথমে গল্পটা শুনি। গল্প ভালো লাগেনি এমন অনেক সিনেমা গত দেড় বছরে বিনয়ের সঙ্গে ছেড়ে দিয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত