নাইমুর রহমান, নাটোর
সন্ধ্যা নামলেই যেন আতঙ্ক নেমে আসে নাটোরে। সম্প্রতি তুলে নিয়ে কুপিয়ে-পিটিয়ে জখম করা, রগ কেটে ও হাত-পা ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটছে এ জেলায়। গত এক মাসে নাটোরের নলডাঙ্গা, সদর, লালপুর ও সিংড়া উপজেলায় এমন হামলার ঘটনা ঘটেছে আটটি। এর মধ্যে ভুক্তভোগী পাঁচজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। আর এসব ঘটনার পেছনে রয়েছে ‘মাইক্রোবাস বাহিনী’ ও মোটরসাইকেলে ‘হেলমেট বাহিনী’।
হেলমেট বাহিনী প্রথমবারের মতো আলোচনায় আসে গত ২৩ সেপ্টেম্বর জাহাঙ্গীর নামে নলডাঙ্গার এক পেঁয়াজ ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাইয়ের মাধ্যমে। এরপর গত ১৬ অক্টোবর রাতে নলডাঙ্গা উপজেলায় জামায়াতের অর্থদাতা হিসেবে পরিচিত নাসির উদ্দীনকে রড দিয়ে পেটানো হয়। ২১ অক্টোবর রাতে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু রায়হানকে মাইক্রোবাসে তুলে নিয়ে রাজশাহীর পুঠিয়ার প্রত্যন্ত এলাকায় নামিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ২৬ অক্টোবর রাতে নলডাঙ্গার জামায়াতের সেক্রেটারি ফজলুর রহমানের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। ৩০ অক্টোবর রাতে নলডাঙ্গার খাজুরা ইউনিয়ন জামায়াতের আমির মোশারফ হোসেনকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়।
৩ নভেম্বর রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকায় বিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ সরকারকে এবং ১০ নভেম্বর সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাককে তুলে নিয়ে পিটিয়ে হাত-পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া ১২ নভেম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সজীব হোসেনকে হাতুড়িপেটা করে হাত-পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। সর্বশেষ ১৭ নভেম্বর সন্ধ্যায় মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয় সদর উপজেলার মাঝদিঘা নুরানী হাফেজিয়া মাদ্রাসার সুপার হাফেজ সাইফুল ইসলামের।
এসব ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, হামলার জন্য কখনো মোটরসাইকেল কখনো মাইক্রোবাস ব্যবহার করছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীদের যেখান থেকে গাড়িতে তোলা হয় সেখানে পেটানো হয় না। দূরে জনশূন্য স্থানে নিয়ে পেটানো হয়। এসব হামলা প্রসঙ্গে জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, ‘বিএনপির কর্মীরা ভয়ে ঘরে থাকতে পারে না। আওয়ামী লীগ নেতা-কর্মীরা সুযোগ পেলেই বিএনপির ওপর হামলা করে। এখানে পুলিশের আন্তরিকতা থাকলেই কেবল এসব ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব।’
তবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু বলেন, আওয়ামী লীগ বিএনপি-জামায়াতকে রাজপথেই মোকাবিলা করছে। এগুলো জাতীয় নির্বাচনের আগে পরিস্থিতি অশান্ত করতে বিদেশি চক্রান্তের অংশ।
সব আসামি অজ্ঞাত
এসব হামলায় পাঁচটি অভিযোগ মামলা হিসেবে নিয়েছে পুলিশ। তবে মামলাগুলোতে কোনো আসামির নাম উল্লেখ নেই। অজ্ঞাতদের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁদের আসামি করতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ। বাকি ঘটনাগুলোয় মামলা করতে চান না আহত বা তাঁদের পরিবারের সদস্যরা। ঘটনার পর গণমাধ্যমে কথা বললেও এখন এ নিয়ে আর মুখ খুলতে চান না।
নলডাঙ্গায় হামলার শিকার জামায়াতের সেক্রেটারি ফজলুর রহমানের ছেলে জুলফিকার আলী বলেন, আসামিদের নাম উল্লেখ করায় প্রথমে অভিযোগ নেয়নি পুলিশ। পরে অজ্ঞাতনামা পাঁচ-সাতজনকে আসামি করায় মামলা নেওয়া হয়।
এ প্রসঙ্গে নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম বলেন, নলডাঙ্গার চারটি ঘটনাতেই মামলা নেওয়া হয়েছে। পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
তবে ভোক্তভোগীদের বয়ান অনুসারে, সন্দেহভাজন হামলাকারীদের নাম মামলায় উল্লেখ না করার প্রসঙ্গটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তাকে জিজ্ঞেস করা হয়েছিল। প্রসঙ্গটি এড়িয়ে গেছেন তাঁরা।
সন্ধ্যা নামলেই যেন আতঙ্ক নেমে আসে নাটোরে। সম্প্রতি তুলে নিয়ে কুপিয়ে-পিটিয়ে জখম করা, রগ কেটে ও হাত-পা ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটছে এ জেলায়। গত এক মাসে নাটোরের নলডাঙ্গা, সদর, লালপুর ও সিংড়া উপজেলায় এমন হামলার ঘটনা ঘটেছে আটটি। এর মধ্যে ভুক্তভোগী পাঁচজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। আর এসব ঘটনার পেছনে রয়েছে ‘মাইক্রোবাস বাহিনী’ ও মোটরসাইকেলে ‘হেলমেট বাহিনী’।
হেলমেট বাহিনী প্রথমবারের মতো আলোচনায় আসে গত ২৩ সেপ্টেম্বর জাহাঙ্গীর নামে নলডাঙ্গার এক পেঁয়াজ ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাইয়ের মাধ্যমে। এরপর গত ১৬ অক্টোবর রাতে নলডাঙ্গা উপজেলায় জামায়াতের অর্থদাতা হিসেবে পরিচিত নাসির উদ্দীনকে রড দিয়ে পেটানো হয়। ২১ অক্টোবর রাতে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু রায়হানকে মাইক্রোবাসে তুলে নিয়ে রাজশাহীর পুঠিয়ার প্রত্যন্ত এলাকায় নামিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। ২৬ অক্টোবর রাতে নলডাঙ্গার জামায়াতের সেক্রেটারি ফজলুর রহমানের হাত-পায়ের রগ কেটে দেওয়া হয়। ৩০ অক্টোবর রাতে নলডাঙ্গার খাজুরা ইউনিয়ন জামায়াতের আমির মোশারফ হোসেনকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়।
৩ নভেম্বর রাতে লালপুর উপজেলার বিলমাড়িয়া এলাকায় বিলমাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ সরকারকে এবং ১০ নভেম্বর সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাককে তুলে নিয়ে পিটিয়ে হাত-পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া ১২ নভেম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সজীব হোসেনকে হাতুড়িপেটা করে হাত-পা ভেঙে দেয় দুর্বৃত্তরা। সর্বশেষ ১৭ নভেম্বর সন্ধ্যায় মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয় সদর উপজেলার মাঝদিঘা নুরানী হাফেজিয়া মাদ্রাসার সুপার হাফেজ সাইফুল ইসলামের।
এসব ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, হামলার জন্য কখনো মোটরসাইকেল কখনো মাইক্রোবাস ব্যবহার করছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীদের যেখান থেকে গাড়িতে তোলা হয় সেখানে পেটানো হয় না। দূরে জনশূন্য স্থানে নিয়ে পেটানো হয়। এসব হামলা প্রসঙ্গে জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, ‘বিএনপির কর্মীরা ভয়ে ঘরে থাকতে পারে না। আওয়ামী লীগ নেতা-কর্মীরা সুযোগ পেলেই বিএনপির ওপর হামলা করে। এখানে পুলিশের আন্তরিকতা থাকলেই কেবল এসব ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব।’
তবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তোজা আলী বাবলু বলেন, আওয়ামী লীগ বিএনপি-জামায়াতকে রাজপথেই মোকাবিলা করছে। এগুলো জাতীয় নির্বাচনের আগে পরিস্থিতি অশান্ত করতে বিদেশি চক্রান্তের অংশ।
সব আসামি অজ্ঞাত
এসব হামলায় পাঁচটি অভিযোগ মামলা হিসেবে নিয়েছে পুলিশ। তবে মামলাগুলোতে কোনো আসামির নাম উল্লেখ নেই। অজ্ঞাতদের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, যাঁদের নাম উল্লেখ করা হয়েছে তাঁদের আসামি করতে অপারগতা প্রকাশ করেছে পুলিশ। বাকি ঘটনাগুলোয় মামলা করতে চান না আহত বা তাঁদের পরিবারের সদস্যরা। ঘটনার পর গণমাধ্যমে কথা বললেও এখন এ নিয়ে আর মুখ খুলতে চান না।
নলডাঙ্গায় হামলার শিকার জামায়াতের সেক্রেটারি ফজলুর রহমানের ছেলে জুলফিকার আলী বলেন, আসামিদের নাম উল্লেখ করায় প্রথমে অভিযোগ নেয়নি পুলিশ। পরে অজ্ঞাতনামা পাঁচ-সাতজনকে আসামি করায় মামলা নেওয়া হয়।
এ প্রসঙ্গে নলডাঙ্গা থানার ওসি আবুল কালাম বলেন, নলডাঙ্গার চারটি ঘটনাতেই মামলা নেওয়া হয়েছে। পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
তবে ভোক্তভোগীদের বয়ান অনুসারে, সন্দেহভাজন হামলাকারীদের নাম মামলায় উল্লেখ না করার প্রসঙ্গটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তাকে জিজ্ঞেস করা হয়েছিল। প্রসঙ্গটি এড়িয়ে গেছেন তাঁরা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪