নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মহানগর যুবলীগ প্রায় ৯ বছর ধরে আহ্বায়ক কমিটিতে চলছে। এই অচলাবস্থা ভেঙে সম্প্রতি নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সভাপতি, সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া হচ্ছে। সম্মেলন হতে পারে মে মাসের শেষের দিকে। নেতৃত্বে পরিবর্তনের এই আভাস পেয়ে সক্রিয় হয়ে উঠেছেন মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুটি পক্ষের অনুসারীরা।
৩০ বছরেরও বেশি সময় ধরে মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দুটি ধারায় বিভক্ত। এর মধ্যে একটি নগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। সেই বলয়টি এখন তাঁর ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে রাজনীতি করছে। অন্য পক্ষটি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। এই দুই ধারার নেতারাই সক্রিয় হয়েছেন মূল দুই পদের জন্য।
জানা গেছে, সর্বশেষ ২০১৩ সালের ৯ জুলাই মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি করা হয়। ১০১ সদস্যের এই কমিটির মেয়াদ ছিল ৯০ দিন। এই সময়ে সম্মেলন করে নিয়মিত কমিটি করার কথা ছিল। কিন্তু সেই কমিটি পূর্ণতা পায়নি গত ৯ বছরেও।
এর মধ্যেই গত মাসের মাঝামাঝিতে হঠাৎ গতি পেয়েছে নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায়। তখন চট্টগ্রাম মহানগর যুবলীগের পাঁচ শীর্ষ নেতাকে ঢাকায় ডেকে নিয়ে বৈঠক করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এরপর গত ২৬ মার্চ যুবলীগের কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় সাংগঠনিক কমিটি গঠনের জন্য সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত শনিবার শুরু হয়েছে জীবনবৃত্তান্ত নেওয়া। সেই জীবনবৃত্তান্ত জমা দিতে বর্তমানে পদপ্রত্যাশী নেতারা ঢাকায় অবস্থান করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নগর যুবলীগের আহ্বায়ক কমিটির পাঁচ শীর্ষ নেতার তিনজন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাকি দুই যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন ও দিদারুল আলম সভাপতি পদে প্রার্থী হচ্ছেন। এর মধ্যে মাহবুবুল হক শিক্ষা উপমন্ত্রীর অনুসারী হিসেবে পরিচিত। দিদারুল আলম অবশ্য প্রকাশ্যে কোনো পক্ষে নেই। তিনি মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এম এ মান্নানের ছেলে।
এদিকে কলেজ-বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে পরিচিতি আছে ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের জিএস আরশেদুল আলম বাচ্চুর। সভাপতি পদে তাঁর জন্য দৌড়ঝাঁপ করছেন নেতা-কর্মীরা। বাচ্চুও শিক্ষা উপমন্ত্রী বলয়ের নেতা হিসেবে পরিচিত। এ ছাড়া একই পক্ষের হয়ে সভাপতি পদে নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, দেবাশীষ পাল দেবু, নুরুল আনোয়ার, শেখ নাছির আহমেদের নামও শোনা যাচ্ছে। একই পক্ষের সাধারণ সম্পাদক পদের জন্য দৌড়ঝাঁপ করছেন নগর যুবলীগের সদস্য সনৎ বড়ুয়া, আসিফ মাহমুদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন, এমইএস কলেজ শাখা ছাত্রলীগের নেতা মো. ইলিয়াস, আবু নাছের চৌধুরী আজাদ প্রমুখ।
অন্যদিকে নাছির পক্ষের হয়ে সভাপতি পদে নগরীর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আহ্বায়ক কমিটির সদস্য দিদারুল আলম দিদারের নাম শোনা যাচ্ছে। একই বলয়ের হয়ে সাধারণ সম্পাদক পদে আগ্রহ আছে নগর ছাত্রলীগের সাবেক নেতা ইয়াসির আরাফাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপুর।
হাসান মুরাদ বিপ্লব বলেন, ‘আমার জীবনবৃত্তান্ত জমা দিয়েছি। ছোটকাল থেকেই রাজনীতিতে আছি। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে মানুষকে সেবা দিয়ে আসছি। যুবলীগের সভাপতি হয়ে ভবিষ্যতেও সুন্দর রাজনীতি উপহার দিতে চাই।’
সাধারণ সম্পাদক পদে বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আসিফ মাহমুদ, সনৎ বড়ুয়া, আবু নাছের চৌধুরী আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু, সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, এমইএস কলেজ ছাত্রলীগের নেতা মো. ইলিয়াস, নগর ছাত্রলীগের সাবেক নেতা ইয়াসির আরাফাতের নাম শোনা যাচ্ছে।
কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সভাপতি-সাধারণ সম্পাদক পদে আগ্রহীরা তাঁদের জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে এখন পর্যন্ত কতজন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, সেটি জানাতে চাননি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘এটা প্রকাশ করা হবে না।’
চট্টগ্রাম মহানগর যুবলীগ প্রায় ৯ বছর ধরে আহ্বায়ক কমিটিতে চলছে। এই অচলাবস্থা ভেঙে সম্প্রতি নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সভাপতি, সাধারণ সম্পাদক পদে আগ্রহীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া হচ্ছে। সম্মেলন হতে পারে মে মাসের শেষের দিকে। নেতৃত্বে পরিবর্তনের এই আভাস পেয়ে সক্রিয় হয়ে উঠেছেন মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুটি পক্ষের অনুসারীরা।
৩০ বছরেরও বেশি সময় ধরে মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দুটি ধারায় বিভক্ত। এর মধ্যে একটি নগর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। সেই বলয়টি এখন তাঁর ছেলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে রাজনীতি করছে। অন্য পক্ষটি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। এই দুই ধারার নেতারাই সক্রিয় হয়েছেন মূল দুই পদের জন্য।
জানা গেছে, সর্বশেষ ২০১৩ সালের ৯ জুলাই মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটি করা হয়। ১০১ সদস্যের এই কমিটির মেয়াদ ছিল ৯০ দিন। এই সময়ে সম্মেলন করে নিয়মিত কমিটি করার কথা ছিল। কিন্তু সেই কমিটি পূর্ণতা পায়নি গত ৯ বছরেও।
এর মধ্যেই গত মাসের মাঝামাঝিতে হঠাৎ গতি পেয়েছে নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায়। তখন চট্টগ্রাম মহানগর যুবলীগের পাঁচ শীর্ষ নেতাকে ঢাকায় ডেকে নিয়ে বৈঠক করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এরপর গত ২৬ মার্চ যুবলীগের কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় সাংগঠনিক কমিটি গঠনের জন্য সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। গত শনিবার শুরু হয়েছে জীবনবৃত্তান্ত নেওয়া। সেই জীবনবৃত্তান্ত জমা দিতে বর্তমানে পদপ্রত্যাশী নেতারা ঢাকায় অবস্থান করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, নগর যুবলীগের আহ্বায়ক কমিটির পাঁচ শীর্ষ নেতার তিনজন আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বাকি দুই যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন ও দিদারুল আলম সভাপতি পদে প্রার্থী হচ্ছেন। এর মধ্যে মাহবুবুল হক শিক্ষা উপমন্ত্রীর অনুসারী হিসেবে পরিচিত। দিদারুল আলম অবশ্য প্রকাশ্যে কোনো পক্ষে নেই। তিনি মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এম এ মান্নানের ছেলে।
এদিকে কলেজ-বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে পরিচিতি আছে ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের জিএস আরশেদুল আলম বাচ্চুর। সভাপতি পদে তাঁর জন্য দৌড়ঝাঁপ করছেন নেতা-কর্মীরা। বাচ্চুও শিক্ষা উপমন্ত্রী বলয়ের নেতা হিসেবে পরিচিত। এ ছাড়া একই পক্ষের হয়ে সভাপতি পদে নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, দেবাশীষ পাল দেবু, নুরুল আনোয়ার, শেখ নাছির আহমেদের নামও শোনা যাচ্ছে। একই পক্ষের সাধারণ সম্পাদক পদের জন্য দৌড়ঝাঁপ করছেন নগর যুবলীগের সদস্য সনৎ বড়ুয়া, আসিফ মাহমুদ, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন, এমইএস কলেজ শাখা ছাত্রলীগের নেতা মো. ইলিয়াস, আবু নাছের চৌধুরী আজাদ প্রমুখ।
অন্যদিকে নাছির পক্ষের হয়ে সভাপতি পদে নগরীর ফিরিঙ্গিবাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আহ্বায়ক কমিটির সদস্য দিদারুল আলম দিদারের নাম শোনা যাচ্ছে। একই বলয়ের হয়ে সাধারণ সম্পাদক পদে আগ্রহ আছে নগর ছাত্রলীগের সাবেক নেতা ইয়াসির আরাফাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপুর।
হাসান মুরাদ বিপ্লব বলেন, ‘আমার জীবনবৃত্তান্ত জমা দিয়েছি। ছোটকাল থেকেই রাজনীতিতে আছি। দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসেবে মানুষকে সেবা দিয়ে আসছি। যুবলীগের সভাপতি হয়ে ভবিষ্যতেও সুন্দর রাজনীতি উপহার দিতে চাই।’
সাধারণ সম্পাদক পদে বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আসিফ মাহমুদ, সনৎ বড়ুয়া, আবু নাছের চৌধুরী আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু, সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, এমইএস কলেজ ছাত্রলীগের নেতা মো. ইলিয়াস, নগর ছাত্রলীগের সাবেক নেতা ইয়াসির আরাফাতের নাম শোনা যাচ্ছে।
কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ আজকের পত্রিকাকে বলেন, ‘সভাপতি-সাধারণ সম্পাদক পদে আগ্রহীরা তাঁদের জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে এখন পর্যন্ত কতজন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, সেটি জানাতে চাননি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ‘এটা প্রকাশ করা হবে না।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫