Ajker Patrika

৭৯ জন শিক্ষার্থী পেল আর্থিক সহায়তা

জামালপুর প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৬: ৩৪
Thumbnail image

জামালপুরে ৭৯ মেধাবী শিক্ষার্থীকে আর্থিকসহায়তা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। মরহুম হবিবর রহমান হবি শিক্ষা ফাউন্ডেশনের সহায়তায় গতকাল সোমবার বেলা ১১টায় শহরের পাথালিয়া এলাকায় হযরত শাহজামাল (রঃ) স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে এক অনুষ্ঠান হয়।

হযরত শাহ জামাল (রঃ) স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা কমিটি সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু।

বিশেষ অতিথি ছিলেন-জেলা শিক্ষা অফিসার মনিরা মুস্তারী ইভা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. ব. ম জাফর ইকবাল জাফু। এ সময় ৭৯ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৮৯ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। আর্থিক সহায়তা ও সংবর্ধনা অনুষ্ঠানে হযরত শাহজামাল (রঃ) স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, জামালপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মরহুম হবিবর রহমান হবি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং সংবর্ধনা দেওয়া হয়।

ফাউন্ডেশনের চেয়ারন্যান জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু বলেন, সমাজের দরিদ্র পরিবারের ছেলে মেয়েরা স্কুলে আসে। কিছুদিন দিন লেখাপড়া চালিয়ে গেলেও হঠাৎ করেই স্কুলে আসা বন্ধ করে দেন। দেখা যায় দরিদ্র পরিবারে আর্থিক অস্বচ্ছলতার কারণে ছেলে মেয়েদের স্কুলে যেতে দিচ্ছে না। কিন্তু সেই মেধাবীরা যেন ঝড়ে না পড়ে তাঁর উদ্যোগ নিয়েছে হবি ফাউন্ডেশন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত