Ajker Patrika

মোরেলগঞ্জের স্টেডিয়ামের ভবন এখন মরণফাঁদ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২০: ১০
মোরেলগঞ্জের স্টেডিয়ামের ভবন এখন মরণফাঁদ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় স্টেডিয়াম নির্মাণের অংশ হিসেবে প্রায় ৪২ বছর আগে একটি ভবন নির্মাণ করা হয়। তবে ভবন নির্মাণ হলেও শেষ পর্যন্ত আর স্টেডিয়ামের কাজ এগোয়নি। স্টেডিয়াম না পেলেও ওই ভবনটিকে ব্যায়ামাগার হিসেবে ব্যবহার করতেন স্থানীয়রা। তবে বর্তমানে বয়সের ভারে ন্যুব্জ ভবনটি।

এক সময়ের ব্যায়ামাগারটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ভবন হিসেবে পড়ে আছে। ইটের গাঁথুনি খুলে ভবনটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। ভবন সংলগ্ন মাঠে নানা এখন গরু–ছাগল চড়াচ্ছেন স্থানীয়রা। অনেক সময় সেখানে গরু ছাগল বেঁধে রাখেন। এ কারণে ভবনটিতে যাতায়াত করতে হয় তাদের। তবে সংস্কারহীন জরাজীর্ণ ভবনটি এখন এক রকম মরণফাঁদে পরিণত হয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থা ও স্থানীয় জনসাধারণ সূত্রে জানা যায়, সুস্থ ও সমৃদ্ধশীল জাতি গঠনের লক্ষ্যে ১৯৮০ সালে ১৪ জানুয়ারি মোরেলগঞ্জে স্টেডিয়াম নির্মাণ কার্যক্রমের আওতায় এ ভবনের উদ্বোধন করা হয়। তৎকালীন খুলনা জেলা প্রশাসক এম নূরুল ইসলাম মোরেলগঞ্জ সদরের এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে এ ভবনটির উদ্বোধন করেন। এ ভবন নির্মাণের পাশাপাশি দর্শকদের বসার জন্য মাঠের চারদিকে ইট সিমেন্টর বেঞ্চ তৈরি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত আর স্টেডিয়াম হয়নি।

ভবন নির্মাণের পর থেকে আন্তজেলা ও উপজেলা বিভিন্ন খেলাধুলার সময় খেলোয়াড়েরা এ ভবনটি ব্যবহার করত। এ ছাড়া আন্তঃস্কুল-মাদ্রাসার নানা অনুষ্ঠান ও খেলাধুলায় এ মাঠ ও স্টেডিয়াম ব্যবহার করা হতো। কিছুদিন ব্যায়ামাগার হিসেবেও ভবনটি ব্যবহার করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় স্টেডিয়াম ভবনটি এখন ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে এ ভবনটি পরিত্যক্ত পড়ে আছে।

সরেজমিন দেখা যায়, ভবনের দরজা-জানালা, গ্রিল এসব যাবতীয় মালামাল লোকজন খুলে নিয়ে গেছে। কোনো পলেস্তারা নাই। গোটা ভবনেই সিমেন্টর আস্তর উঠে গিয়ে ইট বেরিয়ে গেছে। ভবনের আশ-পাশ অনেকে ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। স্টেডিয়ামের চারপাশের সেই বেঞ্চগুলোও এখন আর নেই।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই এ স্টেডিয়াম ভবনটি পুনরায় মেরামত একান্ত প্রয়োজন।

উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, বিষয়টি দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবিহিত করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত