কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) একাংশের সদস্যরা। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বায়রা সদস্যবৃন্দের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বায়রার সাবেক সভাপতি নূর আলী বলেন, গত ডিসেম্বরে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও জনশক্তি রপ্তানির সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদের দিকনির্দেশনা থাকা সত্ত্বেও একটি সিন্ডিকেট আগের মতোই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণের জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে মালয়েশিয়া ও বাংলাদেশ থেকে দুটি চক্র ২৫ সদস্যের সিন্ডিকেটের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে সরকার অনুমোদিত ২৫০টি বৈধ এজেন্সিকে সাব-এজেন্ট বলে অপপ্রচার চালাচ্ছে। এই সিন্ডিকেটের উদ্দেশ্য বাস্তবায়ন হলে বিদেশগামী কর্মী ও এজেন্সির মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী নিয়োগ করা হয়; সেই একই নিয়মে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের দাবি জানান নূর আলী।
কর্মীরা যাতে স্বল্প খরচে স্বচ্ছতার সঙ্গে মালয়েশিয়া যেতে পারেন, সে জন্য সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার দাবি জানান বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী।
বায়রার আরেক সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, অপপ্রচারকারী সিন্ডিকেটের সদস্যরা অন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে বিভিন্ন ক্যাটাগরির এজেন্সি হিসেবে তুলে ধরে নিজেদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইছে। কিন্তু আসল ঘটনা হচ্ছে সরকার যেসব রিক্রুটিং এজেন্সিকে লাইসেন্স দিয়েছে, তাদের সবারই সমান মর্যাদা।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) একাংশের সদস্যরা। গতকাল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বায়রা সদস্যবৃন্দের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বায়রার সাবেক সভাপতি নূর আলী বলেন, গত ডিসেম্বরে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও জনশক্তি রপ্তানির সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদের দিকনির্দেশনা থাকা সত্ত্বেও একটি সিন্ডিকেট আগের মতোই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ন্ত্রণের জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে মালয়েশিয়া ও বাংলাদেশ থেকে দুটি চক্র ২৫ সদস্যের সিন্ডিকেটের মাধ্যমে নিজেদের উদ্দেশ্য হাসিল করতে সরকার অনুমোদিত ২৫০টি বৈধ এজেন্সিকে সাব-এজেন্ট বলে অপপ্রচার চালাচ্ছে। এই সিন্ডিকেটের উদ্দেশ্য বাস্তবায়ন হলে বিদেশগামী কর্মী ও এজেন্সির মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে প্রক্রিয়ায় মালয়েশিয়ায় কর্মী নিয়োগ করা হয়; সেই একই নিয়মে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের দাবি জানান নূর আলী।
কর্মীরা যাতে স্বল্প খরচে স্বচ্ছতার সঙ্গে মালয়েশিয়া যেতে পারেন, সে জন্য সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার দাবি জানান বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী।
বায়রার আরেক সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, অপপ্রচারকারী সিন্ডিকেটের সদস্যরা অন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে বিভিন্ন ক্যাটাগরির এজেন্সি হিসেবে তুলে ধরে নিজেদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাইছে। কিন্তু আসল ঘটনা হচ্ছে সরকার যেসব রিক্রুটিং এজেন্সিকে লাইসেন্স দিয়েছে, তাদের সবারই সমান মর্যাদা।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫