Ajker Patrika

অরুণ পান্ডের হানি সিং

মো. শামীমুল ইসলাম, আগৈলঝাড়া
আপডেট : ২০ জুন ২০২২, ১১: ৫৫
অরুণ পান্ডের হানি সিং

আগৈলঝাড়ায় কোরবানির ঈদকে সামনে রেখে অরুণ পান্ডে নামের এক ব্যক্তি তাঁর খামারে বড় করছেন হানি সিং ও টাইগার নামের দুটি ষাঁড়। এর মধ্যে হানি সিংয়ের ওজন প্রায় ১১০০ কেজি। ১০ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার বিশালাকৃতির এই গরুটির দাম চাওয়া হয়েছে ১০ লাখ টাকা। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় ও ক্রেতা কম থাকায় দুশ্চিন্তায় পড়েছেন অরুণ পান্ডে।

নিজের খামারে ছোট থেকে লালন-পালন করে এই ষাঁড় গরুটিকে বড় করে তুলেছেন উপজেলার বারপাইকা গ্রামের রমণী পান্ডের ছেলে পেশায় কাঠমিস্ত্রি অরুণ পান্ডে। প্রায় সাড়ে ২৭ মণ ওজনের ও ২৮ মাস বয়সী বিশালাকৃতির ষাঁড় গরুটি লম্বায় ১০ ফুট ও উচ্চতায় ৬ ফুট।

অরুণ পান্ডে জানান, হানি সিং ছাড়াও তাঁর খামারে রয়েছে আর একটি গরু, যেটির নাম টাইগার। এটি লম্বায় ৭ ফুট ও উচ্চতায় ৫ ফুট। সম্পূর্ণ দেশীয় খাবার খাওয়ানো হয় গরু দুটিকে। গরু দুটির পরিচর্যা, দেখাশোনা, খাবার দেওয়া, গোসল করানো, খামার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সব কাজই করেন অরুণ পান্ডে।

অরুণ পান্ডে আরও জানান, মোটাতাজা করার কৃত্রিম উপায় ছাড়াই কোরবানির জন্য গরু দুটি প্রস্তুত করা হয়েছে। বর্তমানে প্রতিদিন আড়াই কেজি গুড়, ৫ কেজি ভুসি, ২ কেজি ডালের ভুসি, ২ কেজি ধানের কুঁড়া, ১ কেজি ভুট্টার গুঁড়া, ২ কেজি গমের ভুসি, ৫ কেজি তিলের খৈল, ১০ কেজি চালের গুঁড়া, ঘাস এবং ২ কেজি খুদের ভাত খাওয়ানো হয় হানি সিং ও টাইগারকে।

এলাকাবাসী জানায়, পেশায় কাঠমিস্ত্রি অরুণ যা আয় করে এর প্রায় সবটাই খরচ করেন গরু দুটির পেছনে। ন্যায্য দাম না পেলে অনেক লোকসানের মুখে পড়বেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনিরুজ্জামান তরফদার বলেন, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে হানি সিংকে পালন করা হয়েছে। হানি সিং ছাড়াও উপজেলার সমস্ত খামারির গরুর নিয়মিত তদারকিসহ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত