Ajker Patrika

শিশুটি এখনো আঁতকে ওঠে

হিরামন মণ্ডল সাগর, বটিয়াঘাটা
আপডেট : ০৯ জুন ২০২২, ১৩: ২৯
Thumbnail image

বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালাবদ্ধ থাকার ২ ঘণ্টা পর উদ্ধার হওয়া শিশু পরশ সরকার এখনো সুস্থ হয়নি। সে ঘুমের মধ্যে হঠাৎ আঁতকে উঠে।

জানা গেছে, পরশ ওই স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র। গত ২ জুন বেলা ১১টার দিকে সে স্কুলে যায়। ক্লাস চলাকালে সে বেঞ্চের ওপর ঘুমিয়ে পড়ে। স্কুল ছুটি শেষে শিক্ষকেরা ছাত্রছাত্রীদের দিয়ে শ্রেণিকক্ষ তালা দেওয়ার কাজ সেরে চলে যান। পরে পরশ হঠাৎ ঘুম থেকে উঠে দেখে ক্লাসের দরজা জানালা বন্ধ। এ সময় সে ভয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে।

একপর্যায়ে তার আওয়াজ শুনে এলাকার লোকজন উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের বাড়ি থেকে চাবি এনে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। উদ্ধারের পর দেখা যায়, ছেলেটি বমি করেছে ও প্রস্রাব করে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। পরে তাকে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। অনেকে এ ঘটনাটিকে ছুটির ঘণ্টা সিনেমার সঙ্গে তুলনা করেছেন।

পরশের বাবা প্রদীপ সরকার বলেন, আমার ছেলেকে দুই/তিন ঘণ্টা পর স্কুলের একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। ছেলের শারীরিক অবস্থা ভালো না। ভয়ে রাতে আচমকা কেঁপে উঠছে। বর্তমানে ছেলের জন্য কবিরাজি চিকিৎসা করাচ্ছি। প্রদীপ সরকার আরও বলেন, আমার ছেলেকে তালাবদ্ধ করে রাখার পেছনে যারা জড়িত, তাদের শাস্তির দাবি করছি। তিনি আরও বলেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. কামরুল শেখ বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। আমি বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তি চাই। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলিন মহলদার বলেন, এটি একটি তুচ্ছ ঘটনা। এটা তেমন কোন বিষয় না।

উপজেলা টিও স‍্যারের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করব। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, আমি ঘটনাটি তদন্তের জন‍্য স্কুলে গিয়েছি। এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত