Ajker Patrika

ওষুধের দোকান থেকে জব্দ ২০২ বোতল অ্যালকোহল, গ্রেপ্তার ১

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৪: ৩৯
ওষুধের দোকান থেকে জব্দ ২০২ বোতল অ্যালকোহল, গ্রেপ্তার ১

রাজশাহীর হোমিও ওষুধের একটি দোকানে অভিযান চালিয়ে ২০২ বোতল মাদকজাতীয় অ্যালকোহল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ওষুধের দোকানিকে। গত শুক্রবার রাত ১১টায় রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তির নাম তাহেরুল ইসলাম ওরফে টিটন (৫৫)। আরএমপির এয়ারপোর্ট থানার মহানন্দখালী এলাকায় তাহেরুলের হোমিও ওষুধের দোকান। মহানন্দখালী মধ্যপাড়ায় তাঁর বাড়ি।

রাজশাহী নগর ডিবি পুলিশের উপকমিশনার আরেফিন জুয়েল এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ওষুধের দোকানে অ্যালকোহল বিক্রির খবর পেয়ে তাঁরা অভিযানে যান। এ সময় ২০২ বোতল অ্যালকোহলসহ তাহেরুলকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে তাঁর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত