রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের রাজৈর উপজেলায় কুমার নদে সাড়ে ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ২৮০ মিটার দৈর্ঘ্যের সেতু। চলছে শেষ মুহূর্তের কাজ। আগামী মাসে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে এটি। এতে উপজেলার তিন লক্ষাধিক মানুষ ভোগান্তি থেকে রক্ষা পাবেন।
খরস্রোতা কুমার নদ নৌকায় পারাপার হতে হয়। সামান্য বৃষ্টিপাত বা প্রাকৃতিক দুর্যোগে বন্ধ হয়ে যায় নদ পারাপার। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে। খেয়া বন্ধ থাকলে জরুরি প্রয়োজনে জেলা কিংবা উপজেলা সদরে যেতে প্রায় ৩০ কিলোমিটার ঘুরে পৌঁছাতে হয়। এতে কুমার নদে সেতুর অভাবে মাদারীপুর সদর উপজেলার শ্রনদী, সিরখাড়া ও রাজৈর উপজেলার কবিরাজপুর, পাইকপাড়া ও হরিদাসদী-মহেন্দ্রী এলাকার তিন লক্ষাধিক মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। জনভোগান্তি দূর করতে কুমার নদে ২৮০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। বর্তমানে সেতুর কাজ শেষ পর্যায়ে। মার্চে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এতে সময় বাঁচবে, কমবে খরচ ও ভোগান্তি।
জানা গেছে, প্রায় ৩১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার শ্রীনদী জিসি সড়ক থেকে রাজৈর উপজেলার কবিরাজপুর জিসি সড়কের ৪ হাজার ২০০ চেইনেজে কুমার নদে ২৮০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু হয়। চলছে ২০০ মিটার আরই ওয়াল ও সংযোগ সড়ক নির্মাণকাজ।
সেতু চালু হলে বদলে যাবে এই জনপদের দৃশ্যপট। ফসলের ন্যায্য মূল্য পাবেন কৃষক, প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যে, সহজ হবে যাতায়াত ব্যবস্থা, ভোগান্তি কমবে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের, এমনটাই মনে করেন স্থানীয় বাসিন্দারা।
রানু বেগম জানান, এই সেতু নির্মাণ হওয়ায় এলাকাবাসীর উপকার হবে। অল্প সময়ে নদ পার হওয়া যাবে। রোগী খুব সহজেই রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া যাবে।
কালাম মিয়া বলেন, এত দিন অনেক পথ ঘুরে ওপারে যেতে হতো। আর নৌকায় পারাপার হতে হয় এলাকাবাসীকে। এতে অনেক সময় ও টাকা ব্যয় হয়। সেতুর কাজ শেষ হলে সময় ও টাকা দুটোই কমবে।
শিক্ষার্থী আবিদ জানায়, ‘সেতুটি শেষ হলে সহজেই বিদ্যালয়ে যেতে পারব। আগে একটু বৃষ্টি হলে স্কুল-কলেজে যাওয়া যেত না। সেতু চালু হলে আর এই সমস্যা থাকবে না।’
ইশিবপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মোল্লা বলেন, সেতু নির্মাণের ফলে প্রত্যন্ত এলাকার কৃষক ফসল সহজে বাজারে নিতে পারবেন। অসুস্থ ও প্রসূতি মায়েরা উপজেলা কিংবা জেলা সদরের হাসপাতালে দ্রুত সেবা নিতে পারবেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, মাদারীপুর বাবুল আক্তার বলেন, সেতু চালুর ফলে শিবচর হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যেতে প্রায় ১৮ কিলোমিটার দূরত্ব কমবে। এ ছাড়া সেতুর কারণে কৃষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা উপকৃত হবেন।
মাদারীপুরের রাজৈর উপজেলায় কুমার নদে সাড়ে ৩১ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ২৮০ মিটার দৈর্ঘ্যের সেতু। চলছে শেষ মুহূর্তের কাজ। আগামী মাসে জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে এটি। এতে উপজেলার তিন লক্ষাধিক মানুষ ভোগান্তি থেকে রক্ষা পাবেন।
খরস্রোতা কুমার নদ নৌকায় পারাপার হতে হয়। সামান্য বৃষ্টিপাত বা প্রাকৃতিক দুর্যোগে বন্ধ হয়ে যায় নদ পারাপার। ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষকে পড়তে হয় চরম ভোগান্তিতে। খেয়া বন্ধ থাকলে জরুরি প্রয়োজনে জেলা কিংবা উপজেলা সদরে যেতে প্রায় ৩০ কিলোমিটার ঘুরে পৌঁছাতে হয়। এতে কুমার নদে সেতুর অভাবে মাদারীপুর সদর উপজেলার শ্রনদী, সিরখাড়া ও রাজৈর উপজেলার কবিরাজপুর, পাইকপাড়া ও হরিদাসদী-মহেন্দ্রী এলাকার তিন লক্ষাধিক মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। জনভোগান্তি দূর করতে কুমার নদে ২৮০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণের উদ্যোগ নেয় সরকার। বর্তমানে সেতুর কাজ শেষ পর্যায়ে। মার্চে সেতুটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এতে সময় বাঁচবে, কমবে খরচ ও ভোগান্তি।
জানা গেছে, প্রায় ৩১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার শ্রীনদী জিসি সড়ক থেকে রাজৈর উপজেলার কবিরাজপুর জিসি সড়কের ৪ হাজার ২০০ চেইনেজে কুমার নদে ২৮০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ শুরু হয়। চলছে ২০০ মিটার আরই ওয়াল ও সংযোগ সড়ক নির্মাণকাজ।
সেতু চালু হলে বদলে যাবে এই জনপদের দৃশ্যপট। ফসলের ন্যায্য মূল্য পাবেন কৃষক, প্রসার ঘটবে ব্যবসা-বাণিজ্যে, সহজ হবে যাতায়াত ব্যবস্থা, ভোগান্তি কমবে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের, এমনটাই মনে করেন স্থানীয় বাসিন্দারা।
রানু বেগম জানান, এই সেতু নির্মাণ হওয়ায় এলাকাবাসীর উপকার হবে। অল্প সময়ে নদ পার হওয়া যাবে। রোগী খুব সহজেই রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া যাবে।
কালাম মিয়া বলেন, এত দিন অনেক পথ ঘুরে ওপারে যেতে হতো। আর নৌকায় পারাপার হতে হয় এলাকাবাসীকে। এতে অনেক সময় ও টাকা ব্যয় হয়। সেতুর কাজ শেষ হলে সময় ও টাকা দুটোই কমবে।
শিক্ষার্থী আবিদ জানায়, ‘সেতুটি শেষ হলে সহজেই বিদ্যালয়ে যেতে পারব। আগে একটু বৃষ্টি হলে স্কুল-কলেজে যাওয়া যেত না। সেতু চালু হলে আর এই সমস্যা থাকবে না।’
ইশিবপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মোল্লা বলেন, সেতু নির্মাণের ফলে প্রত্যন্ত এলাকার কৃষক ফসল সহজে বাজারে নিতে পারবেন। অসুস্থ ও প্রসূতি মায়েরা উপজেলা কিংবা জেলা সদরের হাসপাতালে দ্রুত সেবা নিতে পারবেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, মাদারীপুর বাবুল আক্তার বলেন, সেতু চালুর ফলে শিবচর হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকা যেতে প্রায় ১৮ কিলোমিটার দূরত্ব কমবে। এ ছাড়া সেতুর কারণে কৃষক, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা উপকৃত হবেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫