রাসেল আহমেদ, তেরখাদা
তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এ নির্বাচন ঘিরে গত শুক্রবার চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই প্রচারে নেমেছেন প্রার্থীরা।
ইতিমধ্যে ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে গোটা উপজেলা। প্রার্থী ও তাঁদের কর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। রাস্তাঘাটে কারও সঙ্গে দেখা হলেই হাত বাড়িয়ে সালাম বিনিময় করছেন, নিজের প্রতীকের কথা বলে ভোট ও দোয়া চাইছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাজিবুল হাসান জানান, উপজেলার ছয়টি ইউনিয়নে মোট প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ২৬ জন। শুক্রবার সকালেই তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ নম্বর আজগড়া ইউপিতে চেয়ারম্যান পদে প্রতীকপ্রাপ্তরা হলেন কৃষ্ণ মেনন রায় (নৌকা), মোল্লা এমদাদুল হক (চশমা), মো. বাদশা মল্লিক (ঘোড়া), মো. আক্তারুজ্জামান জুন (মোটরসাইকেল) ও মো. আবুল হাসান (আনারস)।
২ নম্বর বারাসাত ইউপিতে আছেন কে এম আলমগীর হোসেন (নৌকা), এ জি এম বাছিতুল হাবিব প্রিন্স (মোটরসাইকেল), মোল্লা ইখতিয়ার উদ্দিন (ঘোড়া), আল আমিন হোসেন অপু (চশমা), আব্দুল্লাহ আল মেহেদি (আনারস) ও মো. ওমর ফারুক (হাতপাখা)। ৩ নম্বর ছাগলাদহ ইউপিতে আব্দুর শুকুর শেখ (নৌকা), এস এম দীন ইসলাম (আনারস), মো. কামারুজ্জামান অলিচ (ঘোড়া) ও মো. মঞ্জুরুল আলম (মোটরসাইকেল)।
৪ নম্বর সাচিয়াদহ ইউপিতে রয়েছেন মো. বুলবুল আহমেদ (নৌকা), উকিল উদ্দিন লস্কর (আনারস), এ বি আলমগীর শিকদার (চশমা), তাপস বিশ্বাস (ঢোল) ও সোহাগ শেখ (মোটরসাইকেল)। ৫ নম্বর তেরখাদা সদর ইউপিতে এফ এম অহিদুজ্জামান (নৌকা), শেখ জাহাঙ্গীর আলম (আনারস) ও শরিফুল ইসলাম লিংকন মিনা (মোটরসাইকেল)। ৬ নম্বর মধুপুর ইউপিতে পেয়েছেন শেখ মহসিন (নৌকা), কাজী কামাল হোসেন (আনারস) ও জিয়াউর রহমান (হাতপাখা)।
এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৭ ও সাধারণ সদস্য পদে ২২৯ জন প্রার্থী তাঁদের প্রতীক নিয়েছেন। প্রতীক নিয়েই ভোটারদের কাছে ছুটে যান প্রার্থীরা। চারদিক থেকে আসছে মাইকের শব্দ।
তেরখাদাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। তেরখাদা সদর ইউপিতে দেখা গেছে, বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট চাচ্ছেন আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এফ এম অহিদুজ্জামান। প্রচারকালে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ খুবই ভালো, দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি দলকে বিজয় উপহার দিতে পারব ইনশা আল্লাহ।’
এরপর পানতিতা এলাকায় দেখা যায়, ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম লিংকন তাঁর মোটরসাইকেল প্রতীকে ভোট চাচ্ছেন। লিংকন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আমাকে ব্যালটের মাধ্যমে বিজয়ী করবেন।’ এদিকে বারাসাত ইউপির ইখড়িতে বাড়ি বাড়ি গিয়ে নানা বয়সী ভোটারদের কাছে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন আ.লীগ মনোনীত প্রার্থী কে এম আলমগীর হোসেন।
আলমগীর হোসেন বলেন, ‘ভোটারেরা আমাকে যেভাবে আশ্বস্ত করছেন, তাতে আমি বিপুল ভোটে বিজয়ী হব বলে শতভাগ আশাবাদী।’
এরপর বারাসাত গ্রামে দেখা হয় ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মেহেদির সঙ্গে। তাঁর প্রতীক আনারস। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। আশা করছেন জনগণ তাঁকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
শুধু চেয়ারম্যান প্রার্থী নয়। সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরাও প্রচার চালিয়ে যাচ্ছেন।
তেরখাদা উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এ নির্বাচন ঘিরে গত শুক্রবার চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই প্রচারে নেমেছেন প্রার্থীরা।
ইতিমধ্যে ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে গোটা উপজেলা। প্রার্থী ও তাঁদের কর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। রাস্তাঘাটে কারও সঙ্গে দেখা হলেই হাত বাড়িয়ে সালাম বিনিময় করছেন, নিজের প্রতীকের কথা বলে ভোট ও দোয়া চাইছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাজিবুল হাসান জানান, উপজেলার ছয়টি ইউনিয়নে মোট প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী ২৬ জন। শুক্রবার সকালেই তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১ নম্বর আজগড়া ইউপিতে চেয়ারম্যান পদে প্রতীকপ্রাপ্তরা হলেন কৃষ্ণ মেনন রায় (নৌকা), মোল্লা এমদাদুল হক (চশমা), মো. বাদশা মল্লিক (ঘোড়া), মো. আক্তারুজ্জামান জুন (মোটরসাইকেল) ও মো. আবুল হাসান (আনারস)।
২ নম্বর বারাসাত ইউপিতে আছেন কে এম আলমগীর হোসেন (নৌকা), এ জি এম বাছিতুল হাবিব প্রিন্স (মোটরসাইকেল), মোল্লা ইখতিয়ার উদ্দিন (ঘোড়া), আল আমিন হোসেন অপু (চশমা), আব্দুল্লাহ আল মেহেদি (আনারস) ও মো. ওমর ফারুক (হাতপাখা)। ৩ নম্বর ছাগলাদহ ইউপিতে আব্দুর শুকুর শেখ (নৌকা), এস এম দীন ইসলাম (আনারস), মো. কামারুজ্জামান অলিচ (ঘোড়া) ও মো. মঞ্জুরুল আলম (মোটরসাইকেল)।
৪ নম্বর সাচিয়াদহ ইউপিতে রয়েছেন মো. বুলবুল আহমেদ (নৌকা), উকিল উদ্দিন লস্কর (আনারস), এ বি আলমগীর শিকদার (চশমা), তাপস বিশ্বাস (ঢোল) ও সোহাগ শেখ (মোটরসাইকেল)। ৫ নম্বর তেরখাদা সদর ইউপিতে এফ এম অহিদুজ্জামান (নৌকা), শেখ জাহাঙ্গীর আলম (আনারস) ও শরিফুল ইসলাম লিংকন মিনা (মোটরসাইকেল)। ৬ নম্বর মধুপুর ইউপিতে পেয়েছেন শেখ মহসিন (নৌকা), কাজী কামাল হোসেন (আনারস) ও জিয়াউর রহমান (হাতপাখা)।
এ ছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৭ ও সাধারণ সদস্য পদে ২২৯ জন প্রার্থী তাঁদের প্রতীক নিয়েছেন। প্রতীক নিয়েই ভোটারদের কাছে ছুটে যান প্রার্থীরা। চারদিক থেকে আসছে মাইকের শব্দ।
তেরখাদাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। তেরখাদা সদর ইউপিতে দেখা গেছে, বাড়ি বাড়ি গিয়ে নৌকায় ভোট চাচ্ছেন আ.লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী এফ এম অহিদুজ্জামান। প্রচারকালে তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ খুবই ভালো, দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি দলকে বিজয় উপহার দিতে পারব ইনশা আল্লাহ।’
এরপর পানতিতা এলাকায় দেখা যায়, ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম লিংকন তাঁর মোটরসাইকেল প্রতীকে ভোট চাচ্ছেন। লিংকন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে জনগণ আমাকে ব্যালটের মাধ্যমে বিজয়ী করবেন।’ এদিকে বারাসাত ইউপির ইখড়িতে বাড়ি বাড়ি গিয়ে নানা বয়সী ভোটারদের কাছে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাচ্ছেন আ.লীগ মনোনীত প্রার্থী কে এম আলমগীর হোসেন।
আলমগীর হোসেন বলেন, ‘ভোটারেরা আমাকে যেভাবে আশ্বস্ত করছেন, তাতে আমি বিপুল ভোটে বিজয়ী হব বলে শতভাগ আশাবাদী।’
এরপর বারাসাত গ্রামে দেখা হয় ওই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মেহেদির সঙ্গে। তাঁর প্রতীক আনারস। তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন। আশা করছেন জনগণ তাঁকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
শুধু চেয়ারম্যান প্রার্থী নয়। সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরাও প্রচার চালিয়ে যাচ্ছেন।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫