Ajker Patrika

৫-৬ ডিসেম্বরে ২০ কেন্দ্রে করোনার টিকা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৪৪
৫-৬ ডিসেম্বরে ২০ কেন্দ্রে করোনার টিকা

কুষ্টিয়া ভেড়ামারায় চলতি মাসের ৫ ও ৬ তারিখে ২০টি কমিউনিটি ক্লিনিকে করোনাভাইরাসের প্রথম ডোজের টিকা দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আমিন বিষয়টি জানিয়েছেন।

এ সময় তিনি বলেন, ‘উপজেলায় পর্যাপ্ত পরিমাণে টিকা মজুদ রয়েছে। নিয়মিত টিকা দেওয়া হচ্ছে। শুক্রবার বাদে সপ্তাহের বাকি ৬ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া হচ্ছে। এ ছাড়া ২০টি কমিউনিটি ক্লিনিকের টিকাকেন্দ্রে টিকা দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘চলতি মাসের ৫ ডিসেম্বর বাহাদুরপুর, মোকারিমপুর ও বাহিরচর ও ৬ ডিসেম্বরে চাঁদগ্রাম, ধরমপুর ও জুনিয়াদহ ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকে প্রথম ডোজ কোভিড-১৯ টিকা দেওয়া হবে। এখানে নতুন রেজিস্ট্রেশনের পাশাপাশি আগে যারা রেজিস্ট্রেশন করেছেন তারাও টিকা নিতে পারবেন।’

এ বিষয়ে স্থানীয়ভাবে টিকাগ্রহণে সচেতনতা ও ওইদিন টিকাদানের বিষয়টি সাধারণ মানুষের মাঝে জানাতে চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের ভুমিকা রাখতে বলা হয়েছে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত