Ajker Patrika

তদন্তের দাবি খুবি শিক্ষক সমিতির

খুবি (খুলনা) প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৭: ৩৯
তদন্তের দাবি খুবি শিক্ষক সমিতির

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা তদন্ত করে দায়ীদের আইনের আয়তায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষক সমিতি। গতকাল শুক্রবার খুবি শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ওয়ালিউল হাসনাত ও সাধারণ সম্পাদক ড. তানজিল সওগাতের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষক নেতারা জানান, কুয়েট অধ্যাপক সেলিম হোসেনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় তাঁরা স্তম্ভিত ও মর্মাহত। তাঁর মৃত্যুর কারণ হিসেবে একদল শিক্ষার্থী দ্বারা লাঞ্ছনার যে অভিযোগ উঠেছে তা তদন্তের মাধ্যমে প্রমাণ করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনার প্রতিবাদে কুয়েটের সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীরা যে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছেন খুবি শিক্ষক সমিতি তার সঙ্গে একাত্মতা প্রকাশ করছে।

গত মঙ্গলবার ক্যানটিন পরিচালনাকে কেন্দ্র করে একদল শিক্ষার্থী অধ্যাপক সেলিম হোসেনের সঙ্গে দুর্ব্যবহার করলে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। ক্যাম্পাস থেকে বাসায় ফিরে শৌচাগারে গেলে সেখানেই তাঁর হার্ট অ্যাটাক হয়। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত