Ajker Patrika

দর্শক আমাকে অন্যভাবে আবিষ্কার করতে পারবেন

খায়রুল বাসার নির্ঝর
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১২: ৪৭
দর্শক আমাকে অন্যভাবে আবিষ্কার করতে পারবেন

দীর্ঘদিন পর ছিটমহলের খবর পাওয়া গেল। এ ছবিতে আপনি অভিনয় করেছিলেন বেশ আগে…
হ্যাঁ, ২০১৫ সালে শুটিং শুরু করেছিলাম আমরা। ঠিকঠাক কাজও শেষ হয়েছিল। সবকিছুই রেডি ছিল। করোনা, লকডাউন, নির্মাতার ব্যক্তিগত কিছু কারণ—সব মিলে হল পর্যন্ত পৌঁছাতে অনেকটা সময় লেগে গেল। আসলে শুটিং শেষ হওয়ার পর তো অভিনয়শিল্পীদের হাতে তেমন কিছু থাকে না। সবকিছু নির্ভর করে প্রযোজক-পরিচালকের ওপর।

ছিটমহলের মুক্তির সংবাদ কি হঠাৎ শুনলেন, নাকি আগে থেকে জানতেন? 
আমি জানতাম। আমাকে আগে থেকে সবকিছু জানিয়েই মুক্তির তারিখ ঠিক করেছেন নির্মাতা-প্রযোজক। গত ডিসেম্বরে মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু তখন সম্ভব হয়নি।

এ ছবিতে অভিনয় করতে রাজি হয়েছিলেন কেন?
আমি যেহেতু মডেলিং করি, লোকজন আমাকে সব সময় ওয়েস্টার্ন গেটআপে দেখেই অভ্যস্ত। ছিটমহল ছবিতে একেবারেই অন্য ধরনের চরিত্র, সাধারণ এক বিধবা নারী, সাদা কাপড় পরে, কোনো মেকআপ নেই—এসব কারণেই ছবিটি সাইন করেছিলাম। দর্শক যেন আমাকে অন্যভাবে আবিষ্কার করতে পারেন। আর ছবির গল্প তো একটা বড় ফ্যাক্টর। ছিটমহল নিয়ে নিজেও খুব একটা জানতাম না। ছবিটি করার সময় অনেক কিছু জেনেছি।

‘ছিটমহল’ ছবিতে পিয়া, শিমুল খান ও মৌসুমী হামিদ। শুটিং কেমন ছিল?
অজপাড়াগাঁ, ইলেকট্রিসিটি ছিল না, মাটির ঘর—পঞ্চগড়ের এ রকম একটা লোকেশনে আমরা শুটিং করেছিলাম। এ ছবির জন্যই প্রথম পঞ্চগড়ে যাই আমি। শুটিংয়ের অভিজ্ঞতা খুব দারুণ ছিল। কষ্ট হয়েছিল যদিও, কিন্তু ভালো লেগেছে কাজটি করে।

অবশেষে ছিটমহল দর্শকের সামনে আসছে। কতটা আশাবাদী ছবি নিয়ে?
দেখেন, আমি তো সিনেমার মানুষ না। কয়েকটি ছবি করেছি, এ পর্যন্তই। কিন্তু যখন কোনো কাজ করি বা যেটাই করি না কেন, ভালো প্রত্যাশা তো থাকেই। নতুন ছবি মুক্তি পাওয়া অনেকটা পরীক্ষার মতো। আশা করি, ভালো কিছু হবে। মানুষ আশা নিয়েই বাঁচে। বাকিটা রিলিজের পর বুঝতে পারব।

আপনার ছেলে কেমন আছে? সামনের মাসে ওর মনে হয় এক বছর হবে?
হ্যাঁ, আগামী ৭ ফেব্রুয়ারি আমার ছেলের (অ্যারিস হাসান) বয়স এক বছর পূর্ণ হবে। সে খুব ভালো আছে। দোয়া করবেন ওর জন্য। ছেলেটা বড় হয়ে যাচ্ছে।

আমি যেহেতু মডেলিং করি, লোকজন আমাকে ওয়েস্টার্ন গেটআপে দেখে অভ্যস্ত। ছিটমহল ছবিতে একেবারেই অন্য ধরনের চরিত্র, সাধারণ বিধবা নারী, সাদা কাপড় পরে, কোনো মেকআপ নেই—এসব কারণেই ছবিটি সাইন করেছিলাম। দর্শক যেন আমাকে অন্যভাবে আবিষ্কার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত