Ajker Patrika

ধর্মান্ধতা রুখতে হেযবুত তওহীদের সভা

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৬ মার্চ ২০২২, ১০: ২৯
Thumbnail image

সাতক্ষীরা জেলা হেযবুত তওহীদের উদ্যোগে গুজব, হুজুগ ও ধর্মান্ধতার বিরুদ্ধে জাগরণ সৃষ্টিতে করণীয় শীর্ষক আলোচনা সভা হয়েছে। গতকাল মঙ্গলবার দেবহাটা প্রেসক্লাবের হল রুমে এ আলোচনা সভা হয়।

হেযবুত তওহীদের দেবহাটা উপজেলা শাখার সভাপতি মোসলেম আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হেযবুত তওহীদের সাতক্ষীরা জেলা সভাপতি এস এম নুর আলম।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু, হেযবুত তওহীদের সাতক্ষীরা সদর থানা সভাপতি কামরুজ্জামান শামীম, কালীগঞ্জ থানা সভাপতি মো. শহিদুল ইসলাম, পাটকেলঘাটা থানা সভাপতি রেজাউল বিশ্বাস, তালা উপজেলা সভাপতি আজহারুল ইসলাম রঞ্জু, জেলা মহিলা সম্পাদিকা অনিকা বুশরা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বর্তমান সময়ে নানা গুজব আমাদের সমাজে বিরূপ প্রভাব ফেলছে। এর ফলে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন ব্যাহত হচ্ছে। এসব প্রতিরোধে এখনই সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মানুষের মধ্যে সুস্থ চিন্তাধারার প্রতিফলন ঘটাতে হবে। ধর্ম ব্যবসায়ীদের রুখে দিতে হবে।’

এ সময় প্রধান অতিথি বলেন বলেন, সম্প্রতি লক্ষ করছি একটি মহল হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার উসকানি দিচ্ছে। এই মহলকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা অত্যন্ত জরুরি। এদের বিরুদ্ধে এখনই আইনি ব্যবস্থা গ্রহণ না করলে এরা যেকোনো ধরনের তাণ্ডব সৃষ্টি করতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত