Ajker Patrika

সেই আসামির খোঁজ মেলেনি পুলিশের তদন্ত কমিটি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৬: ১১
সেই আসামির খোঁজ মেলেনি পুলিশের তদন্ত কমিটি

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় গাড়ি উল্টে দুই উপপরিদর্শক (এসআই) নিহতের পর আসামি পালানোর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটিতে সভাপতি করা হয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে। অন্য দুই সদস্য হলেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার খ-অঞ্চলের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহরিয়ার হাসান ও নারায়ণগঞ্জ ডিএসবি ডিআইও-২ মো. হুমায়ুন কবির খান। এ কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অনুসন্ধান করে সুস্পষ্ট মতামতসহ একটি বস্তুনিষ্ঠ প্রতিবেদন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমের কাছে দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সেই পলাতক আসামি আলমগীর হোসেনকে তিন দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, এ ঘটনায় আসামি এখনো পলাতক আছে। আসামির কাছ থেকে উদ্ধার হওয়া ইয়াবা পানিতে পড়ে যাওয়ায় কিছু গলে গেছে, বাকিগুলো উদ্ধার করা হয়েছে। তবে ইয়াবা উদ্ধারের ঘটনায় সোনারগাঁ থানার এসআই নুরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

পুলিশের একাধিক সূত্রে জানা যায়, গত সোমবার মেঘনা টোলপ্লাজায় তল্লাশিচৌকিতে একটি গাড়িকে থামার সংকেত দিলে সেটি এক কনস্টেবলকে আহত করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া করে আলমগীর হোসেন নামের একজনকে গাড়িসহ ধরতে সক্ষম হয় পুলিশ। তাঁর কাছ থেকে ৪২ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর পর আলমগীরকে ওই গাড়িতে করেই জেলা পুলিশ সুপার কার্যালয়ে আনা হয়। আলমগীরই গাড়ি চালিয়েছেন।

এসপি অফিসে সংবাদ সম্মেলনের পর তাঁকে নিয়ে আবার থানায় যাওয়ার জন্য ওই গাড়িতেই রওনা দেন দুই এসআই ও এক এএসআই। তবে এই তিনজনের কেউ গাড়ি চালাতে পারতেন না। ফলে তাঁরা আসামিকেই গাড়ি চালানোর দায়িত্ব দেন। এ সুযোগে সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় গাড়ি থেকে কৌশলে লাফ দিয়ে তা খাদে ফেলে দিয়ে চালক পালিয়ে যান। এতে দুই এসআই নিহত ও গুরুতর আহত হন এক এএসআই।

নিহতরা হলেন ফরিদপুরের ভাঙ্গা থানার মুনসুরাবাদের কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহম্মেদ ও গোপালগঞ্জের চরভাটপাড়ার ইউনুস আলীর ছেলে এসএম শরীফুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত