Ajker Patrika

ডিউককে রাতে ১০-১৫ হাজার ভোট দিয়েছি: মহিলা লীগ নেত্রী লিলি

আশরাফুল আলম আপন, বদরগঞ্জ (রংপুর)
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৮: ৪৫
ডিউককে রাতে ১০-১৫ হাজার ভোট দিয়েছি: মহিলা লীগ নেত্রী লিলি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও রংপুর জেলা মহিলা লীগের সদস্য সুমনা আক্তার লিলি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক। 

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণ জানতে চাইলে সুমনা আক্তার লিলি গতকাল শুক্রবার বিকেলে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘ভাই, বিগত দিনে ডিউক চৌধুরীর জন্য কী করি নাই! তিনি সম্প্রতি আমাকে ডিসি-এসপির সামনে লোকজন লেলিয়ে লাঞ্ছিত করেছেন।’ তিনি আরও বলেন, ‘ডিউকের নির্বাচনে আমি নিজেই রাইত থেববে থেববে ১০-১৫ হাজার ভোট দিয়েছি। আমি বড় নেতা হব, আর সেই মানুষটা (ডিউক) আমার বিরুদ্ধে দুইবার প্রেস কনফারেন্স করলেন। তিনি (ডিউক) আমাকে সংগঠন করতে দেবেন না। আমি বলেছি, আসেন এবার আপনার চেয়ার ধরে টানাটানি করিব।’

দিনের ভোট রাতে মারলেন কীভাবে—জানতে চাইলে সুমনা আক্তার লিলি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ফোন কেটে দেন। বিষয়টি জানতে আবারও তাঁকে ফোন করা হলে তিনি বলেন, ‘অন্যায়ের অবিচার আর দুঃশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সুন্দর করে রাতের মধ্যের যে কথাটি বলেছি, এটা কোট করেন না।’

আরেক স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু প্রার্থী হওয়ার বিষয়ে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর নির্দেশে স্বতন্ত্র প্রার্থী হয়েছি। শেষ পর্যন্ত যদি দল থেকে প্রার্থী প্রত্যাহারের ঘোষণা আসে, আমি প্রত্যাহার করে নেব। আমি দলের সিদ্ধান্তের বাইরে যাব না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত