Ajker Patrika

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে নেই চীন-রাশিয়া

রয়টার্স, ওয়াশিংটন
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৪: ০৫
যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে নেই চীন-রাশিয়া

ওয়াশিংটনে ৯-১০ ডিসেম্বর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুই দিনব্যাপী ‘গণতন্ত্র সম্মেলন’। এতে বিশ্বের ১১০টি দেশ ও সংগঠন বা পক্ষকে আমন্ত্রণ জানানো হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গত মঙ্গলবার প্রকাশিত আমন্ত্রিতদের তালিকায় তাইওয়ান থাকলেও নেই চীন। স্বাভাবিকভাবেই যা ক্ষুব্ধ করেছে বেইজিংকে।

বিশ্বব্যাপী গণতন্ত্রকে শক্তিশালী করতে, মানবাধিকার এবং যেকোনো ধরনের স্বাধীনতা সমুন্নত করতে ভার্চুয়াল এ অনুষ্ঠান আয়োজন করছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

অনুষ্ঠানে তাইওয়ানের পক্ষে প্রতিনিধিত্ব করবেন ডিজিটাল মন্ত্রী অড্রে ট্যাং এবং ওয়াশিংটনে নিযুক্ত তাইওয়ানের প্রতিনিধি সিয়াও বি-খিম। আমন্ত্রণ পাওয়ার প্রতিক্রিয়ায় তাইওয়ান জানায়, ‘এটা তাইওয়ানের গণতন্ত্র এবং মানবাধিকারের মূল্যবোধ সমুন্নত রাখার চেষ্টার স্বীকৃতি।’

এর আগে গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ড জো বাইডেনের প্রায় সাড়ে তিন ঘণ্টাব্যাপী ভিডিও বৈঠকে তাইওয়ান নিয়ে আলোচনা হয়েছে। স্বাধীনতার জন্য দ্বীপটি যুক্তরাষ্ট্রকে ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন সি।

তা ছাড়া আলোচনা-পরবর্তী বিবৃতিতে তাইওয়ানের দিকে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলতে আহ্বান জানিয়েছে বেইজিং।

চীন ছাড়া গুরুত্বপূর্ণ দেশগুলোর মধ্যে রাশিয়া, মিসর এবং তুরস্ককেও আমন্ত্রণ জানানো হয়নি এ সম্মেলনে। আর মধ্যপ্রাচ্যের মধ্যে ইসরায়েল এবং ইরাক ছাড়া কেউ ডাক পায়নি ওয়াশিংটনের গণতন্ত্র সম্মেলনে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত