নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম শহরের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট না থাকলেও বিপরীত চিত্র প্রত্যন্ত এলাকায়। নগরীর হাসপাতালগুলোতে কোনো পদ খালি নেই। তবে উপজেলা পর্যায়ের হাসপাতালে সেই সংকট প্রকট।
এমন পরিস্থিতিতে ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার থেকে চট্টগ্রাম জেলায় মেডিকেল অফিসার ও সহকারী সার্জন পদে নিয়োগ দিয়েছেন ১৪১ জন চিকিৎসক। এর মাধ্যমে জেলায় চিকিৎসক সংকট কিছুটা কমবে। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামে আরও চিকিৎসক প্রয়োজন। সঙ্গে প্রয়োজন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীও। তা হলেই সংকট পুরোপুরি দূর হবে।
চট্টগ্রাম নগরীতে সিভিল সার্জনের অধীনে রয়েছে ১১টি স্বাস্থ্য কেন্দ্র। এর মধ্যে একটি টিবি ক্লিনিক, ৯টি আরবান ডিসপেনসারি ও ১টি স্কুল হেলথ ক্লিনিকে চিকিৎসকের পদ রয়েছে ২৬ টি। এর মধ্যে একটি পদও খালি নেই। তবে সিভিল সার্জনের অধীন গ্রামের হাসপাতালগুলোয় চিকিৎসক আছেন ৫০ থেকে ৭৫ শতাংশ। নতুন করে চিকিৎসক যোগ দেওয়ায় এখন অবশ্য সংকট কিছুটা কমবে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর আজকের পত্রিকাকে বলেছেন, ‘১৪১ জন চিকিৎসক নিয়োগ দেওয়ায় চট্টগ্রাম জেলায় সংকট কিছুটা কমবে। তবে পুরোপুরি সংকট কমাতে আরও চিকিৎসক দরকার।’
প্রায় একই কথা বলেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীও। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু চিকিৎসক নয়, আমাদের জেলায় প্রয়োজন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীও। সে জন্য শুধু চিকিৎসক নিয়োগ দিলেই চলবে না। কেননা, শুধু মাংস দিয়ে তো মাংস রান্না হবে না। সঙ্গে মসলাও দরকার।’
নতুন চিকিৎসকদের বরণ: এদিকে গত মঙ্গলবার ১৪১ জন চিকিৎসকের যোগদান উপলক্ষে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন চিকিৎসকদের অভ্যর্থনা জানানো হয়। সুযোগ-সুবিধার অভাবে গ্রাম পর্যায়ে চিকিৎসকদের দায়িত্ব পালনের বিষয়ে অনীহা দেখা যায়।
এ বিষয়টি মনে করিয়ে দিয়ে নতুন যোগ দেওয়া চিকিৎসকদের উদ্দেশে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেছেন, ‘যাদের যে উপজেলায় পদায়ন করা হয়েছে তাদের সেখানেই অবস্থান করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। রোগীদের বেকায়দায় ফেলে কর্মস্থল ত্যাগ করা যাবে না।’
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. ওয়াজেদ চৌধুরী অভি। বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল করিম, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতালের অন্যান্য চিকিৎসকের পাশাপাশি নতুন যোগ দেওয়া ১৪১ জন চিকিৎসক আন্তরিকভাবে সেবা দিতে হবে। রোগীর প্রতি কোনো ধরনের অবহেলা না করে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
চট্টগ্রাম শহরের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট না থাকলেও বিপরীত চিত্র প্রত্যন্ত এলাকায়। নগরীর হাসপাতালগুলোতে কোনো পদ খালি নেই। তবে উপজেলা পর্যায়ের হাসপাতালে সেই সংকট প্রকট।
এমন পরিস্থিতিতে ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার থেকে চট্টগ্রাম জেলায় মেডিকেল অফিসার ও সহকারী সার্জন পদে নিয়োগ দিয়েছেন ১৪১ জন চিকিৎসক। এর মাধ্যমে জেলায় চিকিৎসক সংকট কিছুটা কমবে। তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামে আরও চিকিৎসক প্রয়োজন। সঙ্গে প্রয়োজন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীও। তা হলেই সংকট পুরোপুরি দূর হবে।
চট্টগ্রাম নগরীতে সিভিল সার্জনের অধীনে রয়েছে ১১টি স্বাস্থ্য কেন্দ্র। এর মধ্যে একটি টিবি ক্লিনিক, ৯টি আরবান ডিসপেনসারি ও ১টি স্কুল হেলথ ক্লিনিকে চিকিৎসকের পদ রয়েছে ২৬ টি। এর মধ্যে একটি পদও খালি নেই। তবে সিভিল সার্জনের অধীন গ্রামের হাসপাতালগুলোয় চিকিৎসক আছেন ৫০ থেকে ৭৫ শতাংশ। নতুন করে চিকিৎসক যোগ দেওয়ায় এখন অবশ্য সংকট কিছুটা কমবে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর আজকের পত্রিকাকে বলেছেন, ‘১৪১ জন চিকিৎসক নিয়োগ দেওয়ায় চট্টগ্রাম জেলায় সংকট কিছুটা কমবে। তবে পুরোপুরি সংকট কমাতে আরও চিকিৎসক দরকার।’
প্রায় একই কথা বলেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীও। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘শুধু চিকিৎসক নয়, আমাদের জেলায় প্রয়োজন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীও। সে জন্য শুধু চিকিৎসক নিয়োগ দিলেই চলবে না। কেননা, শুধু মাংস দিয়ে তো মাংস রান্না হবে না। সঙ্গে মসলাও দরকার।’
নতুন চিকিৎসকদের বরণ: এদিকে গত মঙ্গলবার ১৪১ জন চিকিৎসকের যোগদান উপলক্ষে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নতুন চিকিৎসকদের অভ্যর্থনা জানানো হয়। সুযোগ-সুবিধার অভাবে গ্রাম পর্যায়ে চিকিৎসকদের দায়িত্ব পালনের বিষয়ে অনীহা দেখা যায়।
এ বিষয়টি মনে করিয়ে দিয়ে নতুন যোগ দেওয়া চিকিৎসকদের উদ্দেশে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেছেন, ‘যাদের যে উপজেলায় পদায়ন করা হয়েছে তাদের সেখানেই অবস্থান করে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। রোগীদের বেকায়দায় ফেলে কর্মস্থল ত্যাগ করা যাবে না।’
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. মুজিবুল হক খান ও সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. ওয়াজেদ চৌধুরী অভি। বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল করিম, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতালের অন্যান্য চিকিৎসকের পাশাপাশি নতুন যোগ দেওয়া ১৪১ জন চিকিৎসক আন্তরিকভাবে সেবা দিতে হবে। রোগীর প্রতি কোনো ধরনের অবহেলা না করে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে কেউ যেন বঞ্চিত না হয় সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫