Ajker Patrika

‘শব্দদূষণ একটি সরব ঘাতক সবাইকে সচেতন হতে হবে’

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ১৪: ১৭
‘শব্দদূষণ একটি সরব ঘাতক সবাইকে সচেতন হতে হবে’

ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেছেন, ‘শব্দদূষণ একটি সরব ঘাতক। সব জায়গায় এ সমস্যা রয়েছে। বিদেশ থেকে মানুষ আসলে আমাদের অসভ্য জাতি মনে করে। সবাই যার যার জায়গা থেকে সচেতন হলে শব্দদূষণ রোধ করা যায়। উচ্চ স্বরে শব্দ বাজানোর জন্য অচিরেই জেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’

গত সোমবার বিকেলে ফেনী সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্মশালায় বক্তারা জেলায় শব্দদূষণের কয়েকটি স্পট তুলে ধরেন। এগুলোর মধ্যে শহরের মহিপাল, ট্রাংক রোড, একাডেমি, কলাবাগান, হাসপাতাল সড়ক, ডিসি অফিস সড়ক, বিসিক শিল্প এলাকার সড়ক, ইসলামপুর রোড, শহীদুল্লা কায়সার সড়ক এলাকায় বেশি শব্দদূষণ হয় বলে জানান তাঁরা। মোটরসাইকেল হাইড্রোলিক হন, সরকারি-বেসরকারি ব্যক্তিগত গাড়িতে ইমার্জেন্সি হর্ন যত্রতত্র ব্যবহার বন্ধ করা, ওয়াজ-মাহফিলে মাইক নির্দিষ্ট সীমার বাইরে না যেতে হুজুরদের সতর্ক করাসহ বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারত্বমূলক প্রকল্পের আওতায় সচেতনতামূলক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. সাঈদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ৬৪ জেলা শহরের শব্দের মাত্রা পরিমাপ জরিপের টিম লিডার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার।

পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও ইকিউমএমএস কনসালটিং লিমিটেড এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) বাস্তবায়নে কর্মশালায় প্রজেক্টরে শব্দদূষণের বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের গবেষণা সহকারী শাহ পরান।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ‘শব্দদূষণ একটি সরব ঘাতক। আমরা প্রতিনিয়ত জেনে বুঝেও শব্দদূষণ করছি। একটু সচেতন হলে শব্দদূষণ কমিয়ে আনা সম্ভব।’

এ সময় বক্তব্য দেন জিয়া সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আবুল বশর ভূঞা, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নাসরিন ইমা, জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই-এডমিন) আনোয়ারুল আজিম, ফেনী বিসিক শিল্প নগরীর ব্যবস্থাপনা পরিচালক অরবিন্দ দাস, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি গোলাম নবী, জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবু তাহের, সময় টিভির ফেনী ব্যুরো প্রধান বখতেয়ার মুননা, পরিবেশ সাংবাদিক বাংলাভিশনের নিজস্ব প্রতিবেদক (ঢাকা) কেফায়েত শাকিল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত