Ajker Patrika

মনোনয়নপত্র জমা দিলেন সাতজন

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৪
Thumbnail image

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীসহ সাতজন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মনোনয়ন জমাদানকারীরা হলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খান আহমেদ শুভ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম নওজব চৌধুরী পাওয়ার, বাংলাদেশ কংগ্রেস পার্টির সদস্য রুপা রায় চৌধুরী, বৈরাবরী পার্টির যুগ্ম সম্পাদক পীর সৈয়দ আলমগীর হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. নুরুল ইসলাম নুরু ও আরজু মিয়া।

গতকাল সকালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র শহীদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, দপ্তর সম্পাদক জহিরুল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ছিবার উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি সাঈদ আনোয়ার, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১৬ নভেম্বর মির্জাপুর আসনের টানা চারবারের সাংসদ একাব্বর হোসেন মারা যান। তাই এই আসনটি শূন্য ঘোষণা করা হয়। ১৬ জানুয়ারি এ আসনের উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত