Ajker Patrika

খুবি ছাত্রীর যৌন নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

খুবি প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১২: ৩২
খুবি ছাত্রীর যৌন নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীর সঙ্গে গত সপ্তাহে ঘটে যাওয়া যৌন নিপীড়নের ঘটনার সুষ্ঠূ তদন্ত ও অপরাধীদের যথাযথ বিচারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে তিন শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নিয়ে এ দাবি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী মো. মুশফিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় আমরা ইতিমধ্যে থানায় মামলা করেছি। আমরা এর সঠিক বিচার চাই। মামলা লড়তে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পূর্ণ সহযোগিতা দাবি করছি। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পূর্ণ সহযোগিতা কামনা করছি।’

চলতি বছরের ২ এপ্রিল খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের এক ছাত্রের বিরুদ্ধে গোপনে এক ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে। ৫ এপ্রিল ভোরে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ওই ছাত্রকে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের পর আটক করেন। এরপর তাঁকে গণপিটুনি দিয়ে বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের হস্তক্ষেপে অভিযুক্তকে হল থেকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে এনে রাখা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত