Ajker Patrika

কলারোয়ায় শিক্ষার্থীদের টিকাদান তিন দিন বন্ধ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৬: ৩০
কলারোয়ায় শিক্ষার্থীদের টিকাদান তিন দিন বন্ধ

সাতক্ষীরার কলারোয়ায় টিকার স্বল্পতার কারণে তিন দিন বন্ধ ছিল ১২ থেকে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকাদান কার্যক্রম। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এমনটা জানা গেছে।

স্থানীয় ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি থেকে জেলার সকল উপজেলার ন্যায় কলারোয়াতে ১২-১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মাঝে টিকাদান কার্যক্রম শুরু হয়। সাতক্ষীরা জেলাতে ১ লাখ ৮৭ হাজার টিকার চাহিদা দেওয়া হয়েছিল। বিদেশ থেকে টিকার ফ্লাইট ও টিকা পরিবহনে এয়ার কন্ডিশনে সংরক্ষণ ব্যবস্থা জটিলতার কারণে টিকার ঘাটতি দেখা দেয়। এর অংশ হিসেবে কলারোয়াতেও টিকাদান কার্যক্রমে ব্যাঘাত ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়েত আজকের পত্রিকাকে বলেন, গতকাল (রোববার) পর্যন্ত চাহিদা অনুযায়ী জেলায় ৪০ হাজার টিকার ঘাটতি ছিল। শিক্ষার্থীদের জন্য নতুন চাহিদা অনুযায়ী ৭০ হাজার টিকা এসেছে, যা সকল উপজেলার টিকার ঘাটতি মিটবে। কিন্তু ৭০ হাজার ফাইজার টিকা আসলেও টিকার সঙ্গে মিশ্রণ জাতীয় ডায়াসল্ট আসেনি। জেলায় ৫০ হাজার ডায়াসল্টের ঘাটতি রয়েছে। পানি জাতীয় ডায়াসল্ট দিয়ে মূলত করোনার ইনজেকশন মেশানো হয়। সেটি ঘাটতির জন্য পুনরায় চাহিদা দেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী ডায়াসল্ট পেলে জেলার সকল উপজেলার শিক্ষার্থীদের টিকার সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

এ বিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, ৮ দিনের মধ্যে সর্বশেষে ৫ দিন শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়েছে। এই কয় দিনে উপজেলার ১৫ হাজার ৪২০ জন শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। টিকা না থাকার কারণে ৩ দিন শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্ভব হয়নি। পুনরায় ৫ হাজার ফাইজার টিকার চাহিদা দেওয়া হয়েছে টিকা পেলে কাল (সোমবার) থেকে আবারও শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) প্রধান কাজী নাজমুল হাসান বলেন, উপজেলার ১২ থেকে ১৮ বছরের কম বয়সী প্রায় ২৫ হাজার শিক্ষার্থী রয়েছে। টিকা না থাকার কারণে গত ৩ দিন তাঁদের টিকা দেওয়া হয়নি। তবে বাকি শিক্ষার্থীদের ১৮ তারিখের মধ্যে টিকাদান শেষ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত