Ajker Patrika

ব্যস্ত মহাসড়কে নির্মাণসামগ্রী

শাহীন আলম, দেবিদ্বার
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৩: ৫৯
ব্যস্ত মহাসড়কে নির্মাণসামগ্রী

কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারের অংশ সবচেয়ে ব্যস্ততম। এমনিতেই প্রতিদিন যানজট লেগে থাকে এ সড়কে। তার ওপর মহাসড়কের নানা জায়গা দখল করে পাথর, রড ও বালুসহ নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। ফলে যানজট বাড়ছে আরও। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

সড়কের ওপর এভাবে নির্মাণ সামগ্রী স্তূপ করে রাখায় মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। বড় ধরনের দুর্ঘটনার শঙ্কাও রয়েছে। এ ছাড়া এসব নির্মাণ সামগ্রীর কারণে ফুটপাত দিয়ে হাঁটতে পারেন না পথচারীরা। বাধ্য হয়ে তাঁদের সড়ক দিয়েই হাঁটা-চলা করতে হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা গেছে, দেবিদ্বার নিউ মার্কেট পান বাজার ভেতরের রাস্তার এক অংশ নির্মাণকাজ শেষ হয়েছে। অপর অংশের নির্মাণকাজের সামগ্রীগুলো রাখা হয়েছে কুমিল্লা-সিলেট মহাসড়কের ওপরের একটি অংশে। কোম্পানীগঞ্জ থেকে আসা মোটরসাইকেল চালক শাহ জালাল দুপাশে যানজট থাকায় পাথরের ওপর দিয়েই যাওয়ার চেষ্টা করতে গিয়ে পড়ে যান। অল্পের জন্য একটি ট্রাক্টরের নিচে পড়া থেকে রক্ষা পান তিনি।

মো. হোসেন, আবদুস সালাম ও ইমন খান নামে কয়েকজন পথচারী বলেন, বালু-পাথরে স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় যে কোনো সময় যানবাহন উল্টে যেতে পারে। এ মহাসড়কে প্রতিদিন বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরের হাজার হাজার যানবাহন যাতায়াত করে। এখানে কোনো দুর্ঘটনায় কারও প্রাণহানি ঘটলে এর দায় কে নেবে?

নিউমার্কেট বাজারের ব্যবসায়ী ইকবাল হোসেন, আবু কালাম, জসিম উদ্দিন ও সফিকুল ইসলামের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, পান বাজারের রাস্তার নির্মাণকাজ ঢিলেঢালাভাবে হচ্ছে। এতে দীর্ঘদিন ধরে বাজার ব্যবস্থাপনায় কোনো পথ পাচ্ছেন না। কিছু ব্যবসায়ী কাঁচা বাজারের ভেতরে বসেছেন আবার কিছু ব্যবসায়ী রাস্তা দখল করে বসেছেন। ভেতরের বাজারে মানুষ আসা-যাওয়া করতে পারছেন না। এতে তাঁদের ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে। রাস্তার কাজ ধীর গতিতে হওয়ায় বাজারে ভিটা নিয়েও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। এ সময় দ্রুত রাস্তাটি নির্মাণ করার দাবি জানিয়েছেন তাঁরা।

সড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখার বিষয়টি স্বীকার করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মিলেনিয়াম ডেভেলপমেন্টে স্বত্বাধিকারী বাহার উদ্দিন বাহার। তিনি বলেন, জায়গা সংকটের কারণে বাধ্য হয়ে মহাসড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখা হয়েছে। আগামী দুই একদিনের মধ্যে কাজ শুরু হবে।

ট্রাফিক পরিদর্শক মো. নুরে আলম বলেন, যানজট নিরসনে ট্রাফিকের একাধিক টিম কাজ করলেও কোনো কাজেই আসছে না। নির্মাণ সামগ্রীর কাছে এসে যান চলাচলের গতি ধীর হয়ে যায়। এতে পেছনের দিকে প্রচুর যানবাহন আটকা পড়ে।

দেবিদ্বার পৌরসভার প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগামী দু-তিন দিনের মধ্যে কাজ শুরু করার জন্য বলা হয়েছে। কাজের মান পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লায় ল্যাবে পাঠানো হয়েছে। দু-এক দিনের মধ্যে রিপোর্ট এলেই কাজ শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত