Ajker Patrika

‘মাছ থেকে মোটরসাইকেল সবই চুরি করতেন তাঁরা’

নওগাঁ ও রাণীনগর প্রতিনিধি
‘মাছ থেকে মোটরসাইকেল  সবই চুরি করতেন তাঁরা’

নওগাঁর বিভিন্ন এলাকায় অভিযান পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ, মোটরসাইকেল ও ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তাঁরা পুকুরের মাছ থেকে শুরু করে দোকান ও বাড়িতে চুরিসহ সব ধরনের চুরির সঙ্গে জড়িত।

গতকাল শুক্রবার বিকেলে রাণীনগর থানা-পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান।

এর আগে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার মান্দা, আত্রাই উপজেলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা থানার আবিদ্যপাড়া গ্রামের সান্টু (২৩), পারশিমলা গ্রামের সাকিবুর রহমান রনি (২৫) ও পশ্চিম দুর্গাপুর গ্রামের আক্তার হোসেন (৩৮); আত্রাই উপজেলার চকসিমলা গ্রামের মামুনুর রশিদ মামুন (৩২) এবং হাটকালুপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক (৩২)।

সংবাদ সম্মেলনে গাজিউর রহমান বলেন, গত ১৫ সেপ্টেম্বর রাতে রাণীনগরের একটি মার্কেটে মোবাইল শোরুমের তালা কেটে ৪৭টি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর দোকানমালিক হাসিবুল হাসান বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর মাঠে নামে পুলিশ। একপর্যায়ে এই চোর চক্রকে ধরতে থানা-পুলিশ এবং জেলা গোয়েন্দা পুলিশের সমন্বয়ে একটি টিম গঠন করা হয়।

এরপর তথ্যপ্রযুক্তি ও সোর্সের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে গতকাল ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২ লাখ ৪৫ হাজার ৭৯০ টাকার চোরাই ১৪টি মোবাইল ফোন, চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

গাজিউর রহমান আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বাড়ি, দোকান, অটোভ্যানের ব্যাটারি চার্জার, পুকুরের মাছসহ বিভিন্ন মালামাল চুরি করতেন। তাঁরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং প্রায় সাত-আটবার জেলও খেটেছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে গতকাল বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাজ্জাদ হোসেনসহ অন্য কর্মকর্তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত