Ajker Patrika

পল্লী বিদ্যুতের মিটার সংকট, গ্রাহকের ভোগান্তি

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭: ২০
পল্লী বিদ্যুতের মিটার সংকট, গ্রাহকের ভোগান্তি

নরসিংদীর মনোহরদীতে পল্লী বিদ্যুতের জোনাল অফিসে ৬ মাস ধরে চলছে বিদ্যুতের মিটারের সংকট। নতুন সংযোগের জন্য আবেদনকারীরা বলছেন, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুতের অফিসের ধরনা দিয়েও মিলছে না সংযোগ। এতে তাঁদের পোহাতে হচ্ছে দুর্ভোগ। আর মনোহরদী পল্লী বিদ্যুৎ বলছে, চাহিদা অনুযায়ী মিটারের সরবরাহ না থাকায় নতুন সংযোগ দিতে সমস্যা হচ্ছে। তবে দ্রুত এই পরিস্থিতির অবসান ঘটবে বলে জানিয়েছে তারা।

মনোহরদী পল্লী বিদ্যুৎ সূত্রে জানা গেছে, গত মে মাস থেকে এ পর্যন্ত দেড় হাজারের বেশি নতুন বিদ্যুৎ সংযোগের আবেদন এসেছে। কিন্তু ছয় মাস ধরে বন্ধ রয়েছে বৈদ্যুতিক মিটারের সরবরাহ। এ কারণে নতুন এসব আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া যাচ্ছে না।

মনোহরদী পল্লী বিদ্যুৎ কার্যালয়ে গিয়ে দেখা দেখা যায়, বেশ কয়েকজন আবেদনকারীর জটলা। এ সময় কথা হয় কয়েকজনের সঙ্গে। তাঁদের সবার মুখেই শোনা গেল ভোগান্তি ও হতাশার কথা।

মনোহরদী এনআরবিসি ব্যাংকের কর্মকর্তা রিমন আহমেদ বলেন, ‘অনেক দিন ধরে চেষ্টা করছি। কিন্তু মিটার পাচ্ছি না। নতুন সংযোগের না দেওয়ার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। প্রচণ্ড গরমের মধ্যেও অফিসে এসির ব্যবস্থা করা যাচ্ছে না। এতে অফিসের কর্মী ও গ্রাহকদের ভোগান্তি পোহাতে হচ্ছে।’

উপজেলার শুকুন্দী গ্রামের হজরত আলী বলেন, নতুন সংযোগের জন্য গত ফেব্রুয়ারিতে এই অফিসে আবেদন করেছি এবং মিটারের জন্য টাকাও জমা দিয়েছি। সেই থেকে প্রতি সপ্তাহে একবার করে ধরনা দিতে আসি। আমি এখানে ঘুরতে ঘুরতে বিরক্ত।’

নাম প্রকাশ না করার শর্তে এক আবেদনকারী বলে, ‘নতুন সংযোগের জন্য আবেদন করেছি মাস ছয়েক আগে। তবে কবে সংযোগ পাব জানি না। কিছুদিন পরপর অফিসে এসে ধরনা দিই। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।’

মনোহরদী জোনাল কার্যালয়ের ডিজিএম রেজাউল করীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অফিসে গত মে থেকে আজ পর্যন্ত প্রায় ১ হাজার ৬০০ আবেদন জমা পড়েছে। এর বিপরীতে মিটার সরবরাহ খুবই কম। তাই নতুন করে বিদ্যুৎ সংযোগ দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে।’

গত রোববার দুপুরে এ নিয়ে কথা হয় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সৈয়দ হামিদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘নতুন সংযোগের জন্য মিটার পেতে আমি ও আমার ফোরামে অনেক চেষ্টা করছে। কিন্তু মিটারের পর্যাপ্ত সরবরাহ না থাকলে আমাদের কী করার থাকতে পারে।’ তবে দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলেও জানান তিনি

জানতে চাইলে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ আজকের পত্রিকাকে বলেন, করোনাসহ নানা জটিলতায় মিটার সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। এ কারণে চাহিদা অনুযায়ী মিটার সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে আগামী মাসের মাঝামাঝি এই পরিস্থিতির অবসান ঘটবে। আবারও চাহিদা মোতাবেক মিটার সরবরাহ করা হবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত