Ajker Patrika

বাড়তি ২ হাজার কোটি টাকা দেবে এডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাড়তি ২ হাজার কোটি টাকা দেবে এডিবি

দেশের গ্রামীণ উন্নয়নসংশ্লিষ্ট এক প্রকল্পে অতিরিক্ত ১৯ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। দেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা। অতিরিক্ত টাকায় গ্রামীণ এলাকার ১ হাজার ৩৫০ কিলোমিটার সড়ক সংস্কার ও উন্নয়ন করা হবে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট’ নামক এ প্রকল্প ২০১৮ সালের নভেম্বরে অনুমোদিত হয়। প্রকল্পের প্রাথমিক লক্ষ্য ছিল ১ হাজার ৭০০ কিলোমিটার গ্রামীণ সড়কের উন্নয়ন। এর মাধ্যমে গ্রামীণ অবকাঠামোর সঙ্গে সম্পৃক্ত সংস্থা ও সড়ক ব্যবহারকারীদের সক্ষমতা বাড়ানো এবং গ্রামীণ সড়ক মহাপরিকল্পনার উন্নয়নের কথা ছিল। পরে ২০২০ সালে আরও ৯০০ কিলোমিটার সড়ক উন্নয়নকাজ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়। এতে সড়ক সংস্কারের পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানো ও আর্থসামাজিক কেন্দ্রগুলোর উন্নয়ন হবে।

এডিবি বলছে, অতিরিক্ত এ অর্থায়নের মাধ্যমে সব ধরনের আবহাওয়ার উপযোগী করে ১ হাজার ৩৫০ কিলোমিটার সড়কের সংস্কার হবে। উপজেলা পর্যায়ে ১৮০টি সড়ক রক্ষণাবেক্ষণ কার্যালয়ে ট্রাক ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করা হবে, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সক্ষমতা বাড়াবে।

এডিবির প্রধান পল্লি উন্নয়ন বিশেষজ্ঞ মাসাহিরো নিশিমুরা বলেন, প্রকল্পটির জন্য এটি এডিবির দ্বিতীয় অতিরিক্ত অর্থায়ন। এসব অর্থ কৃষি এলাকাগুলোকে আরও উৎপাদনশীল করে তুলবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত