Ajker Patrika

ক্ষেপণাস্ত্রে ভর করে নতুন হুংকার উত্তর কোরিয়ার

রয়টার্স, সিউল
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ২০
ক্ষেপণাস্ত্রে ভর করে নতুন হুংকার উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়ার অস্ত্রভান্ডারে এমন সব ক্ষেপণাস্ত্র রয়েছে, যা দিয়ে যুক্তরাষ্ট্রের যেকোনো প্রান্তে আঘাত হানা যাবে। গত মঙ্গলবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বিবৃতি দেওয়া হয়।

এতে বলা হয়, বিশ্বে ২০০-এর বেশি দেশ রয়েছে। কিন্তু হাতে গোনা কয়েকটি দেশের হাইড্রোজেন বোমা, আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, ‘বর্তমানে এমন এক সময় যাচ্ছে, যখন বিশ্বের অধিকাংশ দেশ অন্ধভাবে যুক্তরাষ্ট্রের আনুগত্য করছে। কিন্তু শত সংকট সত্ত্বেও আমরাই একমাত্র দেশ, যাদের এমন ক্ষেপণাস্ত্র রয়েছে, যা যুক্তরাষ্ট্রের যেকোনো জায়গায় আঘাত হানতে সক্ষম।’

গত মাসে দেশটি অন্তত ৭টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে রয়েছে নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা প্রচণ্ড বেগ সত্ত্বেও পথিমধ্যে গতিপথ পরিবর্তন করতে পারে। রয়েছে মধ্যম পাল্লার ওয়াসন-১২, যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের যেকোনো অঞ্চলে আঘাত হানতে পারে। তা ছাড়া রয়েছে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ওয়াসন-১৫, যা যুক্তরাষ্ট্রের যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম, ২০১৭ সালের পর এটি আর পরীক্ষা করা হয়নি।

বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য উত্তর কোরিয়া হুমকি মন্তব্য করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘দেশটিকে মারাত্মক অস্ত্র (ক্ষেপণাস্ত্র) তৈরি থেকে বাধা দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এটা মার্কিন জনগণের পাশাপাশি আমাদের মিত্রদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত