Ajker Patrika

হাসপাতালের জমি ফিরিয়ে দিল সিটি করপোরেশন

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১০: ১১
হাসপাতালের জমি ফিরিয়ে দিল সিটি করপোরেশন

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জমি ফিরিয়ে দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন। প্রায় দেড় বছর আগে কবরস্থান সম্প্রসারণের কথা বলে হাসপাতালের ৫৯ শতাংশ জমি দখল করেছিলেন সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম।

গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশন ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আসাদুর রহমান কিরণ লাল পতাকা উত্তোলন করে ৫৯ শতাংশ জমি কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল কাদেরের নিকট জমি হস্তান্তর করেন।

জমি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সাংসদ এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত মহিলা সাংসদ শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মণ্ডল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত