Ajker Patrika

শীতে বেড়েছে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শীতে বেড়েছে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ

শীতে বরিশালে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ বেড়েছে; কিন্তু প্রত্যন্ত অঞ্চলে মিলছে না যথাযথ চিকিৎসা। বাধ্য হয়ে সন্তানদের নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ছুটছেন অভিভাবকেরা। তবে সেখানেও শয্যাসংকট।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বিভাগের ছয় জেলায় গত দুই মাসে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৫৪ শিশু। তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ভোলায়। সেখানে ১ হাজার ৫৩০, বরিশালে ৩৬৫, পটুয়াখালীতে ২৯৩, পিরোজপুরে ২৩৯, বরগুনায় ৩৭৮ এবং ঝালকাঠিতে ১৪৯ জন। অনেক শিশু নিউমোনিয়ায় ভুগছে।

এদিকে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ ছড়িয়ে পড়া এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা না পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. হুমায়ুন শাহিন খান বলেন, গত দুই মাসের পর্যবেক্ষণে দেখা গেছে, শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে দুই মাস বয়সী শিশুদের হাসপাতালে আনা হয় বেশি। সর্দি-কাশি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তিনি। একই সঙ্গে হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাগিদ দেন মো. হুমায়ুন শাহিন খান।

গত সোমবার শেবাচিম হাসপাতালের শিশু বিভাগ ঘুরে দেখা যায়, এক শয্যায় দুই শিশু। অনেকেই মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে। ওই বিভাগের দায়িত্বরত এক ইন্টার্ন চিকিৎসক জানান, দৈনিক ৬০ থেকে ৭০ শিশু ভর্তি হয়। এর অধিকাংশই শ্বাসকষ্টজনিত। তিনি বলেন, এখানে প্রধান সমস্যা বিশেষজ্ঞ চিকিৎসকেরা থাকেন না। রাতভর তাঁরা দুয়েকজন ইন্টার্ন শিশু বিভাগের রোগীদের মোকাবিলা করেন। সেখানকার একাধিক রোগীর স্বজন জানান, গভীর রাতে নার্সদেরও পাওয়া যায় না।

মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়ার বাসিন্দা বাচ্চু মেম্বার বলেন, তাঁর ভাতিজা শ্বাসকষ্টে ভুগে নিউমোনিয়ায় আক্রান্ত। মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পেয়ে শেবাচিম হাসপাতালে এসেছেন; কিন্তু এখানেও শিশুরোগীতে ঠাসা।

বরিশালের ডেপুটি সিভিল সার্জন সব্যসাচী দাস জানান, শীত বেশি হওয়ায় শ্বাসনালি আক্রান্ত করা ভাইরাসগুলো শিশুদের আক্রমণ করছে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল। এ জন্য তাদের গরম কাপড় পরিয়ে যত্ন নিতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত