নিজস্ব প্রতিবেদক, বরিশাল
শীতে বরিশালে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ বেড়েছে; কিন্তু প্রত্যন্ত অঞ্চলে মিলছে না যথাযথ চিকিৎসা। বাধ্য হয়ে সন্তানদের নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ছুটছেন অভিভাবকেরা। তবে সেখানেও শয্যাসংকট।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বিভাগের ছয় জেলায় গত দুই মাসে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৫৪ শিশু। তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ভোলায়। সেখানে ১ হাজার ৫৩০, বরিশালে ৩৬৫, পটুয়াখালীতে ২৯৩, পিরোজপুরে ২৩৯, বরগুনায় ৩৭৮ এবং ঝালকাঠিতে ১৪৯ জন। অনেক শিশু নিউমোনিয়ায় ভুগছে।
এদিকে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ ছড়িয়ে পড়া এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা না পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. হুমায়ুন শাহিন খান বলেন, গত দুই মাসের পর্যবেক্ষণে দেখা গেছে, শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে দুই মাস বয়সী শিশুদের হাসপাতালে আনা হয় বেশি। সর্দি-কাশি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তিনি। একই সঙ্গে হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাগিদ দেন মো. হুমায়ুন শাহিন খান।
গত সোমবার শেবাচিম হাসপাতালের শিশু বিভাগ ঘুরে দেখা যায়, এক শয্যায় দুই শিশু। অনেকেই মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে। ওই বিভাগের দায়িত্বরত এক ইন্টার্ন চিকিৎসক জানান, দৈনিক ৬০ থেকে ৭০ শিশু ভর্তি হয়। এর অধিকাংশই শ্বাসকষ্টজনিত। তিনি বলেন, এখানে প্রধান সমস্যা বিশেষজ্ঞ চিকিৎসকেরা থাকেন না। রাতভর তাঁরা দুয়েকজন ইন্টার্ন শিশু বিভাগের রোগীদের মোকাবিলা করেন। সেখানকার একাধিক রোগীর স্বজন জানান, গভীর রাতে নার্সদেরও পাওয়া যায় না।
মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়ার বাসিন্দা বাচ্চু মেম্বার বলেন, তাঁর ভাতিজা শ্বাসকষ্টে ভুগে নিউমোনিয়ায় আক্রান্ত। মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পেয়ে শেবাচিম হাসপাতালে এসেছেন; কিন্তু এখানেও শিশুরোগীতে ঠাসা।
বরিশালের ডেপুটি সিভিল সার্জন সব্যসাচী দাস জানান, শীত বেশি হওয়ায় শ্বাসনালি আক্রান্ত করা ভাইরাসগুলো শিশুদের আক্রমণ করছে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল। এ জন্য তাদের গরম কাপড় পরিয়ে যত্ন নিতে হবে।
শীতে বরিশালে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ বেড়েছে; কিন্তু প্রত্যন্ত অঞ্চলে মিলছে না যথাযথ চিকিৎসা। বাধ্য হয়ে সন্তানদের নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ছুটছেন অভিভাবকেরা। তবে সেখানেও শয্যাসংকট।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, বিভাগের ছয় জেলায় গত দুই মাসে শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৫৪ শিশু। তাদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ভোলায়। সেখানে ১ হাজার ৫৩০, বরিশালে ৩৬৫, পটুয়াখালীতে ২৯৩, পিরোজপুরে ২৩৯, বরগুনায় ৩৭৮ এবং ঝালকাঠিতে ১৪৯ জন। অনেক শিশু নিউমোনিয়ায় ভুগছে।
এদিকে শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ ছড়িয়ে পড়া এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসা না পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মো. হুমায়ুন শাহিন খান বলেন, গত দুই মাসের পর্যবেক্ষণে দেখা গেছে, শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে দুই মাস বয়সী শিশুদের হাসপাতালে আনা হয় বেশি। সর্দি-কাশি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তিনি। একই সঙ্গে হাসপাতালগুলোর কর্তৃপক্ষকে শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাগিদ দেন মো. হুমায়ুন শাহিন খান।
গত সোমবার শেবাচিম হাসপাতালের শিশু বিভাগ ঘুরে দেখা যায়, এক শয্যায় দুই শিশু। অনেকেই মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিচ্ছে। ওই বিভাগের দায়িত্বরত এক ইন্টার্ন চিকিৎসক জানান, দৈনিক ৬০ থেকে ৭০ শিশু ভর্তি হয়। এর অধিকাংশই শ্বাসকষ্টজনিত। তিনি বলেন, এখানে প্রধান সমস্যা বিশেষজ্ঞ চিকিৎসকেরা থাকেন না। রাতভর তাঁরা দুয়েকজন ইন্টার্ন শিশু বিভাগের রোগীদের মোকাবিলা করেন। সেখানকার একাধিক রোগীর স্বজন জানান, গভীর রাতে নার্সদেরও পাওয়া যায় না।
মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়ার বাসিন্দা বাচ্চু মেম্বার বলেন, তাঁর ভাতিজা শ্বাসকষ্টে ভুগে নিউমোনিয়ায় আক্রান্ত। মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা না পেয়ে শেবাচিম হাসপাতালে এসেছেন; কিন্তু এখানেও শিশুরোগীতে ঠাসা।
বরিশালের ডেপুটি সিভিল সার্জন সব্যসাচী দাস জানান, শীত বেশি হওয়ায় শ্বাসনালি আক্রান্ত করা ভাইরাসগুলো শিশুদের আক্রমণ করছে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা দুর্বল। এ জন্য তাদের গরম কাপড় পরিয়ে যত্ন নিতে হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪