Ajker Patrika

‘আমি কুষ্টিয়া জেলার মাস্তান’

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৪: ২২
‘আমি কুষ্টিয়া জেলার মাস্তান’

সম্প্রতি বিভিন্ন ফেসবুকে ভাইরাল হয়েছে কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলামের একটি বক্তব্য। ৩৫ মিনিটের ওই বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘আমি রবিউল, আমি কুষ্টিয়া জেলার মাস্তান, কুষ্টিয়া জেলা আমাকে মাস্তানির সার্টিফিকেট দিয়েছে। খোকসা থেকে দৌলতপুর পর্যন্ত (জেলার দুই প্রান্ত) যত লোক আছে, মাস্তান আছে, আমার হাতে চলে।’

বক্তব্যটি গত মাসের ২৩ তারিখে দেওয়া হলেও গত এক–দুদিন আগে ভাইরাল হয়েছে ফেসবুকে। তালবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারে অংশ নিয়ে এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

বক্তব্যে সাবেক এক চেয়ারম্যানের নাম নিয়ে রবিউলকে আরও বলতে শোনা যায়, ‘আমি প্রয়োজনে তাঁকে (সেই চেয়ারম্যান) উঠিয়ে নেব। ওকে বাড়ি থেকে বেরোতে দেব না। আমি যদি মনে করি তাহলে কালই এটা করতে পারি। ওকে কুষ্টিয়া শহরে আসতে দেব না তাই পারি। প্রয়োজনে আলফার মোড়ে ওর অফিসে আসা বন্ধ করে দেব। দেখি ওর কোনো বাপ ঠেকায়।...আমার ক্ষমতা দেখাব। এবার বুঝবি ক্ষমতা কত প্রকার কী কী এবার দেখিয়ে দেব, এবার দেখিয়ে দেব।’

এ বিষয়ে গতকাল শনিবার দুপুরে রবিউল ইসলাম বলেন, ‘তালবাড়িয়া এলাকার বিদ্রোহী প্রার্থী আমাদের দলীয় প্রার্থী ও কর্মী-সমর্থকদের হুমকি-ধমকি দিচ্ছেন। মারধর করছেন। তাই আমি সেদিনের সভায় ওই কথাগুলো বলেছিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুলিশের তিন পদে অতিরিক্ত: তিনজনে একজন বাড়তি

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জানত রাশিয়া, তেহরানে বিতর্ক তুঙ্গে

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

ট্রেনের কেবিনের বালিশ, চাদর, কম্বলের ভাড়া দ্বিগুণ করার চিন্তা

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত