Ajker Patrika

মেয়র পদে আইভীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১০: ১০
মেয়র পদে আইভীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আইভীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের নেতারা।

এর আগে দুপুরে শহরের চাঁদমারি এলাকায় নির্বাচন অফিসের সামনে জড়ো হন নেতারা। জেলা, মহানগর আওয়ামী লীগের বিভিন্ন নেতারা একত্র হয়ে নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমানের কাছ যান। পরে তাঁর থেকে আইভীর পক্ষে ফরম সংগ্রহ করেন।

ফরম সংগ্রহকালে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আরজু রহমান ভূঁইয়া, আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান সোহেল প্রমুখ।

তফসিল অনুযায়ী, এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত