Ajker Patrika

ব্যক্তিমালিকানার জমিতে সরকারি ঘর তৈরির অভিযোগ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫: ০২
ব্যক্তিমালিকানার জমিতে সরকারি ঘর তৈরির অভিযোগ

মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মামদনগর মৌজায় ব্যক্তি মালিকানাধীন জমিতে ভূমিহীনদের জন্য সরকারি ঘর তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক দাবিদার ওই ইউনিয়নের বাসিন্দা আবুল কালামসহ ১৫ জন গত রোববার মৌলভীবাজারের যুগ্ম জেলা জজ আদালতে স্বত্ব মামলা করেছেন।

মামলায় জেলা প্রশাসক, বড়লেখার সহকারী কমিশনার ভূমি, বড়লেখা ইউনিয়ন ভূমি কর্মকর্তা, বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের বেঞ্জামিন খাসিয়া ও মোহাম্মদনগর গ্রামের আব্দুল খালেককে আসামি করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে গত সোমবার আদালত তাঁদের (কর্মকর্তাদের) কারণ দর্শানোর নোটিশ দেন।

এদিকে জমির মালিক দাবিদার আবুল কালামসহ ১৫ ব্যক্তির মামলা ও আপত্তি উপেক্ষা করে ঘর তৈরির কাজ চলছে। এ অবস্থায় নিজেদের জমি থেকে উচ্ছেদের আতঙ্কে রয়েছে পরিবারগুলো।

মামলা সূত্রে জানা গেছে, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মামদনগর মৌজার ২ দশমিক ২৫ একর জমির মৌরসী স্বত্ব হিসেবে মোহাম্মদনগর গ্রামের বাসিন্দা আবুল কালাম ও তাঁর স্বজনরা দীর্ঘদিন ধরে ভোগদখল করছেন। সম্প্রতি ওই জমিতে ভূমিহীনদের ঘর তৈরির জন্য জায়গা নির্ধারণ করেন ভূমি কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় আবুল কালাম মৌরসী স্বত্বের দাবি করে ভূমি অফিসের কর্মকর্তাদের কাছে সময় চান। কিন্তু তাঁরা সময় না দিয়ে দ্রুত ওই জায়গায় ঘর নির্মাণের কাজ শুরু করেন।

জায়গার মালিক দাবিদারদের মধ্যে আবুল কালাম ও আমিরুন নেছা বলেন, আদালতে মামলা করা হয়েছে। ওই জায়গায় ঘর হলে তাঁদের ভূমিহীন হতে হবে। মানবিক কারণে তাঁদের জায়গায় ঘর তৈরি না করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।

এ ব্যাপারে বড়লেখা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘জমির মালিক দাবি করে মামলার কথা শুনেছি। আদালতের নোটিশ সাপেক্ষে আমরা তথ্য-প্রমাণ উপস্থাপন করব। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত