Ajker Patrika

তফসিলেও আমেজ নেই নৌকা পেতে দৌড়ঝাঁপ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ০৬
তফসিলেও আমেজ নেই নৌকা পেতে দৌড়ঝাঁপ

বগুড়ার সারিয়াকান্দিতে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আগামী ৩১ জানুয়ারি। তফসিল ঘোষণা হলেও প্রার্থী এবং ভোটারদের মধ্যে নেই কোনো উৎসবের আমেজ। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা নৌকা পেতে ঘুরছেন নেতাদের পেছনে। কেউ আছেন ঢাকায়। নির্বাচন ঘিরে নেই কোনো কর্মব্যস্ততা। প্রার্থীসহ ভোটারদের সবার চোখ নৌকার দিকে। তবে সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যেই চেয়ারম্যান পদের প্রার্থীরা মনোনয়নপত্র তুলবেন।

১৮ ডিসেম্বর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টি ইউনিয়নের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নদীভাঙনে চালুয়াবাড়ী ইউনিয়নের ভোটারদের অধিকাংশ অন্য এলাকায় বসবাসের কারণে এবং মেয়াদ অপূর্ণ থাকায় সেখানে তফসিল ঘোষণা হয়নি।

১৯ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে নির্বাচন অফিস। তবে সেদিন কেউ মনোনয়নপত্র সংগ্রহের জন্য নির্বাচন অফিসে আসেননি।

পরদিন থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন প্রার্থীরা। তবে তাঁদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী নগণ্য। নির্বাচন অফিসে শুধু সংরক্ষিত নারী এবং সাধারণ সদস্যদের মনোনয়নপত্র উত্তোলন ও জমা দিতে দেখা গেছে।

এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে পাচ্ছেন নৌকা—তা নিয়ে চলছে আলোচনা। ইউনিয়নগুলোতে কে পাবেন নৌকার মনোনয়ন; তার সঙ্গে জড়িত আছে মনোনয়নপত্র তোলা বা না-তোলার বিষয়। তবে ইতিমধ্যেই চেয়ারম্যান পদে নৌকার মনোনয়নপ্রত্যাশীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন সাঁটিয়ে দিয়েছেন। কেউ কেউ এলাকায় একাধিক গণসংযোগ এবং মতবিনিময় সভা করেছেন।

সারিয়াকান্দি নির্বাচন অফিসের তথ্যমতে, গতকাল সোমবার পর্যন্ত সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন, কুতুবপুরে ৬, ভেলাবাড়ীতে ৪, কামালপুরে ৫, নারচীতে ৬, কাজলায় ৪, ফুলবাড়ীতে ৭, হাটশেরপুরোয় ৪, কর্ণিবাড়ীতে ৫, চন্দনবাইশায় ১ এবং বোহাইলে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র তুলেছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো যেহেতু সময় রয়েছে, সেহেতু চেয়ারম্যান প্রার্থীরাও সময়মতোই মনোনয়ন ফরম উত্তোলন করবেন। তা ছাড়া স্বতন্ত্র প্রার্থীদের অনেকেই মনোনয়ন ফরম তুলেছেন। তবে ইউনিয়ন পরিষদের ভোট অবাধ ও নিরপেক্ষ করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

তফসিল অনুযায়ী আগামী ৩ জানুয়ারি মনোনয়ন দাখিলের শেষ দিন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ৬ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ১৪ জানুয়ারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত