Ajker Patrika

বাসার ভেতরে জুয়ার আসর, আটক ১০

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ১০
বাসার ভেতরে জুয়ার আসর, আটক ১০

সিলেট নগরীর বিমানবন্দর থানার কলবাখানী এলাকার একটি বাসার ভেতরে জুয়ার আসর বসিয়েছিল একদল মানুষ। খবর পেয়ে গতকাল শনিবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিমানবন্দর থানার একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে।

আটককৃতরা হলেন-মো. জামাল মিয়া (৩২), মো. সজল মিয়া (৩৫), আছদ্দর আলী (৫২), মো. আবদুল হাই (৫৮), মো. আব্দুল গাফফার (৩৫), রাফি আহমদ (১৯), রুবেল মিয়া (২২), খোরশেদ মিয়া (৪৫), দুলাল মিয়া (৩৫) ও মো. আসকর আলী (৩৩)।

পুলিশ জানায়, কলবাখানীর জালালী ২১/১ নম্বর বাসার ভেতরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে আটক করে এয়ারপোর্ট থানা-পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ২ বান্ডিল তাস ও ৫ হাজার ৫১৫ টাকা জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির। সঙ্গে ছিলেন পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন, উপপরিদর্শক গৌতম চন্দ্র দাশ প্রমুখ।

এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, কলবাখানীর একটি বাসার ভেতরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১০ জনকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত