Ajker Patrika

উৎসবের জন্য প্রস্তুত কান

আপডেট : ১২ মে ২০২২, ০৮: ৫৮
উৎসবের জন্য প্রস্তুত কান

১৭ মে শুরু হচ্ছে কান চলচ্চিত্র উৎসব। পৃথিবীর অন্যতম বৃহৎ এ উৎসবের এবার ৭৫তম আসর। বিশ্বের নামীদামি তারকা ও অতিথিদের স্বাগত জানাতে প্রস্তুত ভূমধ্যসাগরের তীর। উৎসবে স্বর্ণপামের জন্য এবার প্রতিযোগিতা শাখায় লড়বে মোট ১৮টি সিনেমা, আঁ সাঁর্তে রিগা শাখায় লড়বে ১৫টি। ১২ দিনের এই আয়োজন শেষ হবে ২৮ মে। উদ্বোধনী ও সমাপনী আয়োজন সঞ্চালনা করবেন বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা।

রাশিয়ার সাংবাদিকেরা নিষিদ্ধ
কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসরে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। এরপরও ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করেনি এমন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রাশিয়ান সাংবাদিকেরা প্রেস স্বীকৃতির অনুরোধ করেছিলেন। কিন্তু উৎসব কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার অল্পসংখ্যক সাংবাদিক ও কলাকুশলীকে উৎসবে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যাঁরা যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কথা বলেছেন।

বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই চলচ্চিত্র উৎসবে প্রতিবছর ৭৫টি দেশের প্রায় ৪ হাজার সাংবাদিক অংশ নিয়ে থাকেন। এ বছর উৎসবে থাকছে রাশিয়ার আগ্রাসনে কোণঠাসা ইউক্রেনের প্রতি সহমর্মিতা প্রদর্শনের নানা আয়োজন।

কান্ট্রি অব অনার ভারত
অফিশিয়াল সিলেকশন থেকে শুরু করে মার্শে দ্যু ফিল্ম, লালগালিচাসহ সবখানে এবার থাকছে ভারতীয় চলচ্চিত্রের আলোকছটা। মূল প্রতিযোগিতা শাখার বিচারকদের সারিতে থাকছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। স্বর্ণপামজয়ী সিনেমা নির্বাচনে ভূমিকা রাখবেন তিনি। এ ছাড়া কানের লালগালিচায় হাঁটবেন এ আর রাহমান, অক্ষয় কুমার, শেখর কাপুর, অদিতি রাও হায়দারি, পূজা হেগড়ে প্রমুখ।

কান উৎসবের ধ্রুপদি শাখা কান ক্ল্যাসিকসে নির্বাচিত হয়েছে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’। ভারতের দিল্লির তরুণ শৌনাক সেন পরিচালিত ৯০ মিনিটের হিন্দি প্রামাণ্যচিত্র ‘অল দ্যাট ব্রিদস’ দেখানো হবে স্পেশাল স্ক্রিনিং শাখায়। এ ছাড়া কানের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ভারত এবারের ‘কান্ট্রি অব অনার’ নির্বাচিত হয়েছে। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি, ফ্রান্সের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি এবং কানের ৭৫তম আসর উপলক্ষে আয়োজকেরা এই সম্মান দিচ্ছেন। কোনো দেশের জন্য এই সম্মাননা এটাই প্রথম। এর ফলে, আগামী ১৯ মে আর মাধবন পরিচালিত ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হবে কান উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনে। গোজ টু কান সেকশনে পাঁচটি ছবির সম্ভাবনা তুলে ধরার সুযোগ পাবে ভারত।

কানসৈকতে থাকবে ভারতীয় প্যাভিলিয়ন। এতে দেশটির ভাষাগত, সাংস্কৃতিক ও আঞ্চলিক বৈচিত্র্যময় চলচ্চিত্র তুলে ধরা হবে। কানে উন্মোচন হবে কমল হাসানের ‘বিক্রম’ সিনেমার ট্রেলার। প্রখ্যাত গীতিকবি সাহির লুধিয়ানভির প্রতি সম্মান জানিয়ে নির্মিত চন্দ্রকান্ত সিংয়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পারছাইয়া’র প্রদর্শনীও হবে মার্শে দ্যু ফিল্মে।

স্বর্ণপামে ১০০ হীরার টুকরো
১৯৯৮ সাল থেকে কান চলচ্চিত্র উৎসবের অংশীদার হিসেবে স্বর্ণপাম তৈরির দায়িত্বে আছে সুইজারল্যান্ডের বিশ্বনন্দিত ব্র্যান্ড শপার্ড। তাদের অংশীদারির ২৫ বছর পূর্তি হচ্ছে এবার।

তা ছাড়া কান এবার ৭৫তম আসর উদ্‌যাপন করতে যাচ্ছে। তাই জ্বলজ্বলে স্বর্ণপাম নতুনভাবে নকশা করেছেন শপার্ডের সহসভাপতি ও সৃজনশীল পরিচালক ক্যারোলাইন শিফেলে। এবারের স্বর্ণপামটি দেখতে পামগাছের একটি পাতার মতো। পুরোটাই চাকচিক্যময় ১৮ ক্যারেট হলুদ রঙের স্বর্ণ। 
এর দুটি শিরায় ১০০টি হীরার টুকরো বসানো। একটিতে উৎসবের ৭৫তম আসরের প্রতীক হিসেবে ৭৫টি হীরার টুকরো এবং অন্যটিতে রয়েছে কান-শপার্ড অংশীদারির রজতজয়ন্তীর প্রতীক ২৫টি হীরার টুকরো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত