Ajker Patrika

লবণ পানি তুলে মৎস্য ঘের নয়

কয়রা প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ২১
লবণ পানি তুলে মৎস্য ঘের নয়

কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ মো. আক্তারুজ্জামান বাবু বলেন, আগামী জানুয়ারি হতে উপজেলার ৭টি ইউনিয়নে লবণ পানি উত্তোলন করে কেউ মৎস্য ঘের করতে পারবে না। ধান চাষের পাশাপাশি মিষ্টি পানিতে ঘের করলে কৃষকেরা বেশি লাভবান হবেন।

গত সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কয়রা উপজেলার মাসিক সভায় তিনি এ কথা বলেন। প্রধান অতিথি হিসেবে তিনি আরও বলেন, লবণ পানি উত্তোলনের কারণে নদী ভাঙনসহ পরিবেশ বিপর্যয় ঘটছে। তাই যে কেন মূল্যে লবণ পানি উত্তোলন করে মৎস্য চাষ বন্ধ করতে হবে।

সাংসদ বাবুর এমন সিদ্ধান্তকে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরাও সমর্থন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) এম সাইফুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আলম ও কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন।

এতে আরও বক্তব্য রাখেন নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, আলহাজ মো. আবদুল্লাহ আল মাহমুদ, আবদুল সামাদ গাজী, জিয়াউর রহমান জুয়েল, প্রভাষক শাহনেওয়াজ শিকারি, আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, মো. আছের আলী, পল্লী বিদ্যুতের ডিজিএম এ সামাদ, স্যানিটারি ইন্সপেক্টর নারায়ণ চন্দ্র প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত