Ajker Patrika

সুচ দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা হলো শিশুর চোখ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৫: ১৫
সুচ দিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা হলো শিশুর চোখ

সাতক্ষীরা সদর উপজেলার চরবালিথা এলাকায় মরিচ্চাপ নদীর পাড় থেকে সুচ দিয়ে চোখ খোঁচানো ফারহান (৭) নামের এক শিশুকে উদ্ধার করেছেন স্থানীয়রা। গতকাল সোমবার দুপুরে তাকে উদ্ধারের পর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়। শিশু ফারহান চরবালিথা গ্রামের মঈনুদ্দীন সরদারের প্রথম পক্ষের ছেলে।

উদ্ধারকারী চরবালিথা গ্রামের আশিকুজ্জামান বলেন, ‘আমি মরিচ্চাপ নদীর পাড় দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলাম। এ সময় উপুড় হয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখি। পরে চিৎকার দিতেই তাকে চিনতে পারি। তার চোখে ধারালো সুচ খুঁচিয়ে রক্তাক্ত করা হয়েছে। আর ঠোঁট কেটে ক্ষতবিক্ষত করা হয়েছে। তৎক্ষণাৎ তাকে সদর হাসপাতালে নিয়ে যাই।’

শিশুটির পিতা মঈনুদ্দীন সরদার বলেন, ‘আমার প্রথম স্ত্রী শারমীন সুলতানা মারা যাওয়ার পরে ফারহান তার নানী সকিনা খাতুনের কাছে থাকত। কিন্তু কে ফারহানের সঙ্গে এমন করল বুঝতে পারছি না। তবে শুনেছি ওর মামি রানি বেগম মাঝে মাঝে তার ওপর অত্যাচার করত।’

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পারভীন আক্তার বলেন, ‘আমরা আশঙ্কা করছি, ফারহানের দুটো চোখই নষ্ট হয়ে যেতে পারে। তার ঠোঁট, গলা ও গায়ের কয়েক জায়গায় কাটা দাগ রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, ‘বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত