Ajker Patrika

টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০: ২৫
টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

পটুয়াখালীর দশমিনায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছেন না কেউ। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তার সঙ্গে বেড়েছে শীতের প্রকোপ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে সঞ্চালন মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এবং বায়ুর তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্রে সৃষ্ট এই গভীর নিম্নচাপের কারণে এই বৈরী আবহাওয়ায় হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উপজেলাজুড়ে এ নিম্নচাপের প্রভাব পরিলক্ষিত হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, অফিস-আদালতে যেতে কর্মজীবী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাচ্ছেন না মানুষ। সকাল থেকে বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ছিল সীমিত। রাস্তায় যাত্রীও ছিল কম। তবে রিকশার আনাগোনা রয়েছে। এমন বৈরী আবহাওয়ায় সবচেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের।

রিকশাচালক কামাল হোসেন বলেন, ‘আমাগো তো সম্পদ নাই। গরিব মানুষ। কাম না করলে ঘরে ভাত জুটবে না। তাই কষ্ট হলেও বের হইছি। হাত-পা বরফ হয়ে গেছে।’

সবজি বিক্রেতা পঞ্চমালী বলেন, ‘কয়দিন ধরে টানা বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে দোকান করতে পারি না।’ মাছ বিক্রেতা কামরুল বলেন, ‘বৃষ্টিতে কোনো ক্রেতা নেই। টুকটাক কেনাবেচা হয়েছে। এরপরও দোকান তো খুলতে হবে। তাই আজকে দোকান খুলেছি।’

পটুয়াখালী আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মাসুদ রানা বলেন, গত রোববার সকাল থেকে পটুয়াখালীতে টানা বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। গভীর নিম্নচাপটির অগ্রবর্তী অংশের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালন মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বায়ুর তারতম্যের আধিক্য বিরাজ করছে। গভীর নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত