Ajker Patrika

কদম রসূল দরগাহ জিয়ারতে আইভী

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৯: ৪৭
কদম রসূল দরগাহ জিয়ারতে আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বন্দর উপজেলার কদম রসূল দরগাহ জিয়ারত করেছেন। এ সময় তাঁর পক্ষে হাজারো নেতা-কর্মী দরগাহে উপস্থিত হয়ে নৌকার পক্ষে স্লোগান দেন।

গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বন্দরের নবীগঞ্জ এলাকায় দরগাহ জিয়ারতে উপস্থিত হন আইভী। এ সময় তাঁর কর্মী-সমর্থকেরা ফুল দিয়ে বরণ করে নেন তাঁকে। এর মধ্য দিয়ে অনেকটা অঘোষিতভাবেই নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করলেন তিনি।

দরগাহ জিয়ারত শেষ করে আইভীর নেতা–কর্মীরা তাঁর পক্ষে মিছিল করেন। নির্বাচনী ও দলীয় স্লোগানে প্রকম্পিত করে তোলেন পুরো এলাকা। তবে তাঁর আগমন নিয়ে গণমাধ্যমের সামনে কিছু বলতে রাজি হননি আইভী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত