Ajker Patrika

সরকারি বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ২২: ৩৭
সরকারি বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের ১২২ নম্বর মাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ উঠেছে। বুদ্ধিমন্ত বিশ্বাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। শিগগিরই বিদ্যালয়টির মাঠ দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুদ্ধিমন্ত বিশ্বাস মাছপাড়া গ্রামের ভুবন বিশ্বাসের ছেলে। গত মঙ্গলবার তিনি লোকজন নিয়ে টিন, কাঠ, নেটজাল ও বাঁশের বেড়া দিয়ে বিদ্যালয়টির মাঠটি দখল করে নেন। বুদ্ধিমন্ত বিশ্বাস জায়গাটি তাঁর নিজের বলে দাবি করছেন। অপরদিকে শিগগিরই মাঠটি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন।

আজ বুধবার সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়টির মাঠে ঘর নির্মাণের জন্য টিন বাঁশ ও কাঠ ফেলে রেখেছেন বুদ্ধিমন্ত।

বিদ্যালয়টির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সেতু বিশ্বাস ও প্রমি বিশ্বাস জানায়, তারা বিদ্যালয়টির মাঠে খেলাধুলা করত। এখন আর খেলাধুলা করতে পারে না। এমনকি বিদ্যালয় শুরুর আগে সমাবেশও করতে পারছে না।

বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক ও জমিদাতা অমল কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘১৯৮৫ প্রতিষ্ঠার পর থেকে ২০১৪ সাল পর্যন্ত আমি বিদ্যালয়টির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। প্রতিষ্ঠার সময় আমি ৩৩ শতাংশ জমি দান করেছিলাম। এর মধ্যে ৮ শতাংশ জায়গা ছিল আমার ভাতিজা বুদ্ধিমন্ত বিশ্বাসের। ওই সময় এ জমি বাবদ অন্য জায়গা থেকে বুদ্ধিমন্তকে ৮ শতাংশ জায়গা দেওয়া হয়েছিল, যা তিনি এখনো ভোগদখল করছেন। এরপরও বুদ্ধিমন্ত জোরপূর্বক বিদ্যালয় মাঠের ৮ শতাংশ জায়গা দখল করে নিয়েছেন।’

বুদ্ধিমন্ত বিশ্বাস বলেন, ‘বিদ্যালয়টির মাঠে আমার বৈধ ৮ শতাংশ জায়গা রয়েছে। সেই জায়গায় আমি ঘর তোলার জন্য টিন, বাঁশ ও কাঠ নিয়ে গিয়েছি।’

বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনু বিশ্বাস বলেন, ‘বিদ্যালয়টির মাঠ অনেক নিচু ছিল। সরকারি অর্থে মাঠটি ভরাট করা হয়েছে। মাঠটিতে এখন শিক্ষার্থীরা খেলাধুলা করে। মাঠ ভরাটের সময় বুদ্ধিমন্ত বিশ্বাস বাঁধা দেননি। এখন তিনি মাঠের জায়গাটি তাঁর বলে দাবি করে দখল করে নিয়েছেন। বিষয়টি তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন, ‘বিষয়টি আমি জেনেছি। মাঠটি দখলমুক্ত করার জন্য শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত