কুড়িগ্রাম ও উলিপুর প্রতিনিধি
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তিন দিন পর কুড়িগ্রামের উলিপুরে ৬০ থেকে ৭০টি ব্যালট পেপার উদ্ধার করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার উপজেলার ধামশ্রেণী ইউপির ভদ্রপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের টয়লেট থেকে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়।
এই ঘটনায় পুনরায় নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল বিকেলে উলিপুরের নির্বাচন কার্যালয়ের সামনে এই বিক্ষোভ হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ব্যালট পেপার উদ্ধার ও মামলার তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গতকাল ওই ইউপির ৯ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী মাহবুবর রহমান এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ভদ্রপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের টয়লেটের ভেতর থেকে বিভিন্ন পদের ৬০ থেকে ৭০ ব্যালট পেপার উদ্ধার করেন। এই খবর ছড়িয়ে পড়লে একই ইউপির ৮ নম্বর ওয়ার্ডের দড়িচর পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের টয়লেট থেকেও ব্যালটের বেশ কিছু ছেঁড়া টুকরা উদ্ধার করেন এলাকাবাসী।
এদিকে ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় ওই ইউনিয়নের কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটাররা সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
এ বিষয়ে সদস্য পদে ভ্যানগাড়ি প্রতীকের এজেন্ট মরিয়ম আক্তার মনি বলেন, ‘ভোটের দিন দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তি ব্যালট বই নিয়ে টয়লেটে যান। এ ব্যাপারে প্রিসাইডিং কর্মকর্তার কাছে বিষয়টি জানালে তিনি আমলে নেননি।’
পরাজিত সদস্য প্রার্থী মাহবুবর রহমান অভিযোগ করে বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তা ভোট গ্রহণের দিন নানা অনিয়ম করেছেন। তিনি আমাদের কোনো অভিযোগ শোনেননি। ভোটের পর থেকে মানুষ কানাঘুষা করছিল। আজ সকালে লোকজনকে সঙ্গে নিয়ে স্কুলের বাথরুম খুলে এসব ব্যালট দেখতে পাই।’
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘সারা দিন ভোট সুষ্ঠু হয়েছে। ভোট গণনা শেষে ফলাফলও প্রার্থীদের হাতে দেওয়া হয়েছে। ব্যালটের হিসাব আমার কাছে সঠিক আছে। ওই সব ব্যালট পেপার কোথা থেকে এল, আমার কিছু জানা নেই।’
উপজেলা রিটার্নিং কর্মকর্তা আহসান হাবিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে স্থানীয়রা উদ্ধারকৃত ব্যালটগুলো পুলিশের কাছে হস্তান্তর করেননি। তাঁরা এ নিয়ে নির্বাচন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।’
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তিন দিন পর কুড়িগ্রামের উলিপুরে ৬০ থেকে ৭০টি ব্যালট পেপার উদ্ধার করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার উপজেলার ধামশ্রেণী ইউপির ভদ্রপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের টয়লেট থেকে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়।
এই ঘটনায় পুনরায় নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল বিকেলে উলিপুরের নির্বাচন কার্যালয়ের সামনে এই বিক্ষোভ হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ব্যালট পেপার উদ্ধার ও মামলার তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গতকাল ওই ইউপির ৯ নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী মাহবুবর রহমান এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ভদ্রপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের টয়লেটের ভেতর থেকে বিভিন্ন পদের ৬০ থেকে ৭০ ব্যালট পেপার উদ্ধার করেন। এই খবর ছড়িয়ে পড়লে একই ইউপির ৮ নম্বর ওয়ার্ডের দড়িচর পাঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের টয়লেট থেকেও ব্যালটের বেশ কিছু ছেঁড়া টুকরা উদ্ধার করেন এলাকাবাসী।
এদিকে ব্যালট পেপার উদ্ধারের ঘটনায় ওই ইউনিয়নের কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটাররা সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদুল হাসানের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
এ বিষয়ে সদস্য পদে ভ্যানগাড়ি প্রতীকের এজেন্ট মরিয়ম আক্তার মনি বলেন, ‘ভোটের দিন দায়িত্বপ্রাপ্ত এক ব্যক্তি ব্যালট বই নিয়ে টয়লেটে যান। এ ব্যাপারে প্রিসাইডিং কর্মকর্তার কাছে বিষয়টি জানালে তিনি আমলে নেননি।’
পরাজিত সদস্য প্রার্থী মাহবুবর রহমান অভিযোগ করে বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তা ভোট গ্রহণের দিন নানা অনিয়ম করেছেন। তিনি আমাদের কোনো অভিযোগ শোনেননি। ভোটের পর থেকে মানুষ কানাঘুষা করছিল। আজ সকালে লোকজনকে সঙ্গে নিয়ে স্কুলের বাথরুম খুলে এসব ব্যালট দেখতে পাই।’
ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘সারা দিন ভোট সুষ্ঠু হয়েছে। ভোট গণনা শেষে ফলাফলও প্রার্থীদের হাতে দেওয়া হয়েছে। ব্যালটের হিসাব আমার কাছে সঠিক আছে। ওই সব ব্যালট পেপার কোথা থেকে এল, আমার কিছু জানা নেই।’
উপজেলা রিটার্নিং কর্মকর্তা আহসান হাবিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে স্থানীয়রা উদ্ধারকৃত ব্যালটগুলো পুলিশের কাছে হস্তান্তর করেননি। তাঁরা এ নিয়ে নির্বাচন-সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন বলে জানিয়েছেন।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪